ঢাকা | বঙ্গাব্দ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ, নেতৃত্বে ইনকিলাব মঞ্চ ও গণতান্ত্রিক ছাত্রসংসদ

  • নিজস্ব প্রতিবেদক | ২১ মার্চ, ২০২৫
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ, নেতৃত্বে ইনকিলাব মঞ্চ ও গণতান্ত্রিক ছাত্রসংসদ ফাইল ছবি

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছে ইনকিলাব মঞ্চ, পাশাপাশি বিক্ষোভ মিছিল বের করেছে নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ।


আজ শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় বিক্ষোভকারীরা আওয়ামী লীগের বিরুদ্ধে নানা স্লোগান দেন এবং দলটিকে ‘স্বৈরাচারী’ ও ‘গণবিরোধী’ বলে অভিহিত করেন।


উল্লেখ্য, আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা নিয়ে গতকাল থেকেই আলোচনা-সমালোচনা তুঙ্গে। এরপরেই আওয়ামী লীগ নিষিদ্ধে কর্মসূচি দিতে থাকে নানা সংগঠন।


thebgbd.com/NIT