ঢাকা | বঙ্গাব্দ

২২ জানুয়ারি পর্যন্ত ইরান-সিরিয়ার ফ্লাইট স্থগিত

সাম্প্রতিক ঘটনাবলীর পর তেহরান সিরিয়ায় ভ্রমণের বিরুদ্ধে ইরানিদের সতর্ক করেছে।
  • অনলাইন ডেস্ক | ২৪ ডিসেম্বর, ২০২৪
২২ জানুয়ারি পর্যন্ত ইরান-সিরিয়ার ফ্লাইট স্থগিত এয়ার ইরানের একটি বিমান।

ইরানের গণমাধ্যম জানিয়েছে, সিরিয়াগামী ইরানের সমস্ত ফ্লাইট ২২ জানুয়ারি পর্যন্ত স্থগিত থাকবে। তেহরানের দীর্ঘদিনের রাজনৈতিক ও সামরিক মিত্র প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর ইরান এ সিদ্ধান্ত নিয়েছে। তবে ইরান কবে থেকে সিরিয়ায় ফ্লাইট স্থগিত করেছে, তা জানা যায়নি।


ইরানের সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের প্রধান হোসেইন পুরফারজানেহ’র উদ্ধৃতি দিয়ে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) নিউজ এজেন্সি আইএসএনএ জানিয়েছে, ‘কোনও দেশে বিমান যেতে হলে, গন্তব্য দেশটি থেকে অবশ্যই ওই বিমানকে প্রবেশের অনুমতি নিতে হবে। বর্তমানে নতুন বছরের ছুটির পর ২২ জানুয়ারি পর্যন্ত সিরিয়াগামী ইরানের কোনো ফ্লাইটের অনুমতি দেওয়া হবে না।’ 


চলতি মাসের শুরুতে সুন্নি ইসলামপন্থী গ্রুপ হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-এর নেতৃত্বে বিদ্রোহী বাহিনী প্রচণ্ড আক্রমণ চালিয়ে রাজধানী দামেস্কে প্রবেশ করায় আসাদ দেশ ছেড়ে পালিয়ে যান। এইচটিএস দামেস্কের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার পর থেকে হাজার হাজার ইরানি সিরিয়া ছেড়ে চলে গেছে। দামেস্কে তেহরানের দূতাবাস ভাঙচুর করা হয়েছে। 


তেহরান সিরিয়ার দীর্ঘ গৃহযুদ্ধের সময় আসাদকে সবসময়ই সহায়তা করে এসেছে। এমনকি ইরান তাকে সামরিক উপদেষ্টাও সরবরাহ করেছে। সাম্প্রতিক ঘটনাবলীর পর তেহরান সিরিয়ায় ভ্রমণের বিরুদ্ধে ইরানিদের সতর্ক করেছে।


সোমবার, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সিরিয়ার নতুন ক্ষমতাসীন কর্তৃপক্ষের সঙ্গে ইরানের ‘সরাসরি কোনও যোগাযোগ নেই’। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘সিরিয়ার ক্ষমতাসীন কর্তৃপক্ষের সঙ্গে আমাদের সরাসরি কোনও যোগাযোগ নেই।’