ঢাকা | বঙ্গাব্দ

আরও ৩ দেশের নাগরিকদের ই-ভিসা দেবে সৌদি

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত বিমান পরিবহন সংস্থা সৌদিয়া এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের যাত্রীদের জন্য ট্রানজিট ভিসাও চালু করেছে দেশটি।
  • | ০৯ মে, ২০২৪
আরও ৩ দেশের নাগরিকদের ই-ভিসা দেবে সৌদি নতুন তিন দেশ হলো— ক্যারাবীয় অঞ্চলের বার্বাডোজ, বাহামাস ও গ্রেনাডা

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব নতুন করে আরও তিন দেশের নাগরিকদের ইলেকট্রনিক ভিসা বা ই-ভিসা সেবা দেওয়ার কথা জানিয়েছে। এর মাধ্যমে মোট ৬৬ দেশের নাগরিকদের ই-ভিসা সুবিধা দেওয়ার মাধ্যমে এই কার্যক্রমের সক্ষমতা বাড়িয়েছে দেশটি।

বুধবার (৮ মে) সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সৌদি আরবের ই-ভিসা সেবা পাবে যে নতুন তিন দেশ সেগুলো হলো— ক্যারাবীয় অঞ্চলের বার্বাডোজ, বাহামাস ও গ্রেনাডা।

এই দেশগুলোর নাগরিকরা এখন অনলাইনে সহজেই সৌদি আরবের ভিসার জন্য আবেদন করতে পারবেন। সেখানে পৌঁছানোর পর বিমানবন্দর বা সমুদ্রবন্দরের মতো প্রবেশ পথগুলো থেকে এই ভিসা সংক্রান্ত সব সুবিধা নিতে পারবেন।

এই তিনটি দেশসহ এখন মোট ৬৬টি দেশের নাগরিকেরা সৌদি আরবের ই-ভিসা সুবিধা গ্রহণ করতে পারবেন। এছাড়া নতুন এই সুবিধা চালুর পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর বাসিন্দাদের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও শেনজেনভুক্ত দেশগুলোতে ভ্রমণ করতে যাওয়া পর্যটকদের জন্যও সৌদি আরবের পর্যটক ভিসার মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে।

এছাড়া উপসাগরীয় জোট গালফ কো-অপারেশন কাউন্সিলভুক্ত দেশগুলোর নাগরিকেরাও এই ই-ভিসা সেবা নিতে পারবেন।

এর বাইরে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত বিমান পরিবহন সংস্থা সৌদিয়া এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের যাত্রীদের জন্য ট্রানজিট ভিসাও চালু করেছে দেশটি। এই ক্ষণকালীন ভিসার সাহায্যে এই সংস্থা দুটির যাত্রীরা চাইলে সৌদি আরবে ৯৬ ঘণ্টার যাত্রা বিরতি করতে পারবেন।