সিডনির নববর্ষের বিখ্যাত আতশবাজি উৎসব বরাবরের মতো এ বছরও সবার আকর্শনের কেন্দ্রতে থাকবে বলে আশা করা হচ্ছে। অথচ দুইদিন আগেও অস্ট্রেলিয়ার বিখ্যাত এই উৎসব ছিল অনেকটাই অনিশ্চয়তার মধ্যে। খবর এএফপি’র।
বেতন নিয়ে বিবাদের কারণে রেল কর্মচারীরা ইন্ডাস্ট্রিয়াল অ্যাকশনে (কর্মবিরতী) যাওয়ার হুমকি দেয়। এতে করে উৎসবে অংশ নেওয়া বা দেখতে আসা দর্শনার্থীদের বাড়ি ফেরা ব্যাহত হতে পারে ভেবে দেশটির সরকার এ বছরের আতশবাজির উৎসব বাতিলের সিদ্ধান্ত নেয়। তবে রেল কর্মচারীদের সঙ্গে ১১ ঘন্টার আলোচনা শেষে অস্ট্রেলীয় সরকার পূর্বের সিদ্ধান্ত বদলেছে।
মনে করা হচ্ছে, আড়াই লক্ষ মানুষ নববর্ষের আতশবাজি উপভোগ করতে সিডনিতে আসবে। নিউ সাউথ ওয়েলস এর ট্রান্সপোর্ট মন্ত্রী জো হেইলেন বলছেন, এখন আতশবাজিতে অংশগ্রহনে ইচ্ছুক পরিবারগুলো বিজনেস ডিস্ট্রিক্ট সিডনিতে যেতে পারবে এবং সেখান থেকে ফিরতে পারবে।
জো হেইলেন আরো বলেছেন, বড়দিন, নতুন বছরের শুরু এবং সিডনি টেস্ট নিউ সাউথ ওয়েলস এর মানুষের কাছে মূল্যবান। এসব এখন স্বাভাবিকভাবেই চলবে। কারণ, রেল কর্মচারীদের ট্রেড ইউনিয়ন তাদের কর্মবিরতীতে যাওয়ার হুমকি প্রত্যাহার করেছে।
তবে অস্ট্রেলীয় সরকার বিষয়টি ‘সমাধান হয়েছে’ বললেও উদ্ভুত মূল সমস্যা বেতনাদি নিয়ে আলোচনায় এখনও সমাধান হয়নি। সামনের সপ্তাহে বেতন বিরোধ নিয়ে দুই পক্ষ অর্থাৎ রেল কর্মচারী ও সরকার আবার আলোচনায় বসবে। সেখানে সুরাহা না হলে আবারও কর্মবিরতী ঘোষণা দিতে পারে রেল কর্তৃপক্ষ।
সূত্র: নাইননিউজ
এসজেড