ঢাকা | বঙ্গাব্দ

ইয়েমেনে আবারও ইসরাইলের বিমান হামলা

ইয়েমেনে আবারও বিমান হামলা চালাল ইসরাইল।
  • অনলাইন ডেস্ক | ২৬ ডিসেম্বর, ২০২৪
ইয়েমেনে আবারও ইসরাইলের বিমান হামলা ইয়েমেনের সানা বিমানবন্দর।

ইয়েমেনে আবারও বিমান হামলা চালাল ইসরাইল। এবার দেশটির রাজধানী সানার এক বিমানবন্দর, একটি সামরিক ঘাঁটি ও একটি বিদ্যুৎকেন্দ্রে বিমান হামলা চালানো হয়েছে। ইসরাইল ও হুতি নিয়ন্ত্রিত মিডিয়ার বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।

গত কয়েকদিন ইসরাইল ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যে হামলা পালটা হামলা চলছে। গত মঙ্গলাবার (২৪ ডিসেম্বর) ভোরের দিকে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুতি বিদ্রোহীরা। তারই জবাবে পালটা হামলা চালানো ইসরাইল।

হুতি নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভি চ্যানেল ইসরাইলের এই হামলাকে ‘আগ্রাসন’ অভিহিত করে বলেছে, সানা বিমানবন্দর ও সংলগ্ন আল-দাইলামি সামরিক ঘাঁটি এবং হোদেইদাহের একটি বিদ্যুৎকেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

গত প্রায় ১৪ মাস ধরে ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরে সামরিক আগ্রাসন ও নির্বিচার হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরাইল। যাতে প্রায় ৪৬ হাজার নিরীহ ও নিরস্ত্র ফিলিস্তিনি নিহত এবং আরও লক্ষাধিক আহত হয়েছেন।

সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এর বিরোধিতা করায় চলতি বছরের অক্টোবরে লেবাননে স্থল অভিযান শুরু করে দেশটির সামরিক বাহিনী। সম্প্রতি একটি যুদ্ধবিরতি চুক্তি সাক্ষরিত হওয়ার পর হামলা চলছে।

চলতি মাসের শুরুর দিকে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর ব্যাপক বিমান হামলা চালিয়ে দেশটির সামরিক শক্তি ধ্বংস করে দেয় ইসরাইল। এরপর গত সপ্তাহে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইয়েমেনে বড় ধরনের হামলা শুরুর নির্দেশ দেন বেনিয়ামিন নেতানিয়াহু।

গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোরের দিকে ইয়েমেনে হামলা চালায় ইসরাইলি বাহিনী। হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরিপ্রেক্ষিতে এ হামলা চালানো হয় বলে দাবি ইসরাইলি কর্মকর্তাদের। এতে কমপক্ষে নয়জন নিহত হন বলে জানায় ইয়েমেনের সংবাদমাধ্যমগুলো।


thebgbd.com/NIT