সম্পূর্ণ বিনা খরচে বিয়ের আয়োজন। বর-কনের জন্য বিয়ের পোশাক থেকে শুরু করে বিয়ের আনুষাঙ্গিক সব কিছু দেওয়া হবে বিনামূল্যে। বিয়ের আয়োজনে বর-কনের পক্ষ থেকে ১০০ জন অতিথি খাওয়ানোর পাশাপাশি দেওয়া হবে কক্সবাজারে ফ্রি হানিমুন প্যাকেজও।
শর্ত শুধু বিয়েটি যৌতুকবিহীন ও নির্ধারিত দেনমোহর নগদ পরিশোধ করতে হবে। সুন্নাহ অনুযায়ী অভিনব এই বিয়ের আয়োজন করেছে চট্টগ্রামের আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন।
তবে, যাকে জীবনজীবনসঙ্গী করতে চান, তাকে পছন্দ করে নিয়ে আসার দায়িত্ব অবশ্য আপনার নিজের।
আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের এই ব্যবস্থাপনায় থাকছে ৭টি সুবিধা।
এগুলো হলো-
১. বর-কনের জন্য বিয়ের পোশাক।
২. কনের সাজসজ্জার সকল সামগ্রী।
৩. বিবাহ রেজিস্ট্রির খরচ।
৪. প্রতিটা বর-কনের ১০০ জন অতিথির জন্য বিশেষ খাবারের আয়োজন।
৫. কমিউনিটি সেন্টার ভাড়া।
৬. প্রয়োজনে পরবর্তী কাউন্সিলিং সেবা।
৭.কক্সবাজার ফ্রি হানিমুন প্যাকেজ!!
চলমান জানুয়ারি মাসের ১৮ তারিখ শনিবার বসবে এই বিয়ের আসর। তবে এজন্য আগেই রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করতে হবে ১০ জানুয়ারির মধ্যে
thebgbd.com/NA