ঢাকা | বঙ্গাব্দ

হলান্ডের পেনাল্টি মিসে ম্যানসিটির হতাশা অব্যাহত

টানা চার ম্যাচে জয়হীন দলটির ঘুরে দাঁড়ানোর সুবর্ণ সুযোগ নষ্ট হয়েছে আর্লিং হলান্ডের পেনাল্টি মিসে।
  • নিজস্ব প্রতিবেদক | ২৬ ডিসেম্বর, ২০২৪
হলান্ডের পেনাল্টি মিসে ম্যানসিটির হতাশা অব্যাহত সিটির দুর্দশা কাটাতে ব্যর্থ হলান্ড।

দুর্দশা যেন কোনোভাবেই কাটিয়ে উঠতে পারছে না ম্যানচেস্টার সিটি। টানা চার ম্যাচে জয়হীন দলটির ঘুরে দাঁড়ানোর সুবর্ণ সুযোগ নষ্ট হয়েছে আর্লিং হলান্ডের পেনাল্টি মিসে। তাতে এভারটনের কাছেও পয়েন্ট খোয়াতে হলো টানা চার বারের চ্যাম্পিয়নদের।

ইংলিশ প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এভারটনের বিপক্ষে ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছেড়ে পেপ গার্দিওয়ালার শিষ্যরা।

চলতি মৌসুমের শিরোপার লড়াই থেকে সিটি ছিটকে গেছে, সেটা এক প্রকার নিশ্চিত। কিন্তু একের পর এক ম্যাচে তারা যেভাবে ব্যর্থতার গল্প লিখছে, তাতে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাওয়া নিয়েও দেখা দিয়েছে শঙ্কা।

সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১৩ ম্যাচে মাত্র ১টি জয় পেয়েছে সিটি। হেরেছে ৯ ম্যাচে। তাও কি না বোর্নমাউথ, ব্রাইটনের মতো প্রতিপক্ষদের বিপক্ষেও।

এভারটনের বিপক্ষে অবশ্য শুরুটা খারাপ ছিল না। ঘরের মাঠ এতিহাদ স্টেডিয়ামে পুরো ম্যাচ জুড়ে আধিপত্য ছিল তাদের। ৬৪ শতাংশ সময় বল দখলে রেখে ২৪টি শট নেয় তারা। অবশ্য লক্ষ্য বরাবর রাখতে পেরেছিল মাত্র ৫ শট। বড় ব্যর্থতা আর্লিং হলান্ডের পেনাল্টি মিস।

এদিন ম্যাচ শুরুর ১৪তম মিনিটেই সিটিকে লিড এনে দিয়েছিলেন বের্নার্দো সিলভা। বাম প্রান্ত ধরে আক্রমণে উঠে জেরেমি ডকু বক্সে পাস দেন সিলভাকে। এভারটনের এক ডিফেন্ডারের বাধা উপেক্ষা করে বল জালে জড়ান এ পর্তুগিজ। তবে লিড নিয়ে প্রথমার্ধ শেষ করতে পারেনি সিটি। ৩৬তম মিনিটে বক্সে বল পেয়ে ডান পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করে এভারটন স্ট্রাইকার ইলিম্যান এনদিয়ায়ে।

বিরতির পর দলকে লিডে ফেরানোর সুযোগ পেয়েছিলেন হলান্ড। বক্সে স্যাভিওকে ফাউল করে পেনাল্টি উপহার দেন এভারটন ডিফেন্ডার মিকোলেনকো। কিন্তু সফল স্পটকিক নিতে ব্যর্থ হন হলান্ড। সে আক্ষেপে শেষ পর্যন্ত পুড়তে হয় সিটিকে। ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে তারা।

১৮ ম্যাচে ৮ জয় ও ৪ ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে অবস্থান করছে সিটি। ১৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের ১৫তম স্থানে এভারটন। শীর্ষে থাকা লিভারপুল ১৬ ম্যাচে তুলেছে ৩৯ পয়েন্ট।


thebgbd.com/NIT