মুক্তিযোদ্ধার তালিকা থেকে নাম প্রত্যাহারের জন্য লিখিত আবেদন করেছেন মুন্সীগঞ্জ ও রাজবাড়ীর দুই ব্যক্তি। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে তারা সম্প্রতি এই আবেদন করেন।
আবেদনকারীরা জানিয়েছেন, তারা মুক্তিযোদ্ধার ভাতা নেওয়া ছাড়া আর কোনো সুবিধা গ্রহণ করেননি। নিজেদের ভুল স্বীকার করে তারা বলেছেন, "আমরা মুক্তিযোদ্ধা নই এবং এ জন্য দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করছি।"
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাননীয় উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে তারা স্বীকার করেছেন যে, তারা মুক্তিযোদ্ধা না হয়েও ভাতা গ্রহণ করছিলেন। লিখিত আবেদনে তারা নিজেদের ভুল স্বীকার করেছেন।
মন্ত্রণালয় বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে এবং আশা করছে, এই উদাহরণ দেখে আরও অনেকে এমন আবেদন নিয়ে এগিয়ে আসবেন।
thebgbd.com/NIT