ঢাকা | বঙ্গাব্দ

মাঠে ঢুকে কোহলিকে জড়িয়ে ধরলেন ভক্ত

কোহলির সঙ্গে দেখা করতে খেলা চলাকালে মাঠের ভেতর ঢুকে পড়েছেন এক দর্শক।
  • নিজস্ব প্রতিবেদক | ২৭ ডিসেম্বর, ২০২৪
মাঠে ঢুকে কোহলিকে জড়িয়ে ধরলেন ভক্ত সংগৃহীত

বক্সিং ডে টেস্টের প্রথম দিনে স্যাম কনস্টাসকে মাঠের ভেতর ধাক্কা দিয়েছিলেন বিরাট কোহলি। এ ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। এমনকি আইসিসি থেকে শাস্তিও পেয়েছেন তিনি। এমন ঘটনার একদিন পরই কোহলির সঙ্গে দেখা করতে খেলা চলাকালে মাঠের ভেতর ঢুকে পড়েছেন এক দর্শক।


টেস্টের দ্বিতীয় দিনে আজও দর্শকে গ্যালারি পরিপূর্ণ। তাদের মধ্যেই এক জন নিরাপত্তাকর্মীদের চোখ এড়িয়ে মাঠে ঢুকে পড়েন। ভারত অধিনায়ক রোহিত শর্মা সেই ব্যক্তিকে আটকানোর চেষ্টাও করেছিলেন। তবে পারেননি।


সেই দর্শক মাঠে গিয়ে জড়িয়ে ধরার চেষ্টা করলেন কোহলিকে। ভক্তের এমন কাণ্ড মোটেও ভালোভাবে নেননি কোহলি। অসন্তুষ্ট দেখায় রোহিত শর্মাকেও।


মাঠে ওই দর্শক ঢুকে পড়ায় কিছুক্ষণ খেলা বন্ধ ছিল। নিরাপত্তাকর্মীরা এসে ওই ব্যক্তিকে মাঠ থেকে বের করে নিয়ে যাওয়ার পর আবার খেলা শুরু হয়।


৬ উইকেটে ৩১১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। আজকের দিনে আর ১৬৩ রান যোগ করতেই হারিয়েছে বাকি ৪ উইকেট। তবে এই রানের মধ্যেই সবচেয়ে বড় অবদান স্মিথের। আগের দিনই ফিফটি পেয়েছিলেন তিনি। আজ সেটাকে সেঞ্চুরিতে রূপান্তর করেছেন।


মেলবোর্নে শুরুতে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৪৭৪ রান করেছে অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ১৪০ রান করেছেন স্মিথ।


thebgbd.com/NIT