ঢাকা | বঙ্গাব্দ

কোরআনের ১৪ হাফেজকে পাগড়ি প্রদান

কোরআনে হাফেজ হওয়ার পর এমন স্বীকৃতি পেয়ে হাফেজদের চোখে-মুখে ছিল আনন্দের ঝিলিক।
  • নিজস্ব প্রতিবেদক | ২৮ ডিসেম্বর, ২০২৪
কোরআনের ১৪ হাফেজকে পাগড়ি প্রদান সংগৃহীত

নোয়াখালীর সদর উপজেলায় ১৪ কোরআনের হাফেজকে পাগড়ি পরিয়ে সম্মাননা দেওয়া হয়েছে। কোরআনে হাফেজ হওয়ার পর এমন স্বীকৃতি পেয়ে হাফেজদের চোখে-মুখে ছিল আনন্দের ঝিলিক।


শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে উপজেলার এওজবালিয়া ইউনিয়নের রাজাপুর আল কুরআন একাডেমি মাদ্রাসা মাঠে এ সংবর্ধনা দেওয়া হয়। 


জানা যায়, আল কুরআন একাডেমি হাফেজিয়া মাদরাসার আয়োজনে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় ১৪ জন হাফেজ ছাত্রকে পাগড়ি ও ক্রেস্ট প্রদান করেন আয়েশা (রা.) মহিলা মাদরাসার প্রভাষক মাওলানা মো. আব্দুল কাইয়ুম। এমন স্বীকৃতি পেয়ে হাফেজদের চোখে-মুখে ছিল আনন্দের ঝিলিক।


সংবর্ধনা পাওয়া হাফেজ ইয়াকুব আলী ও হাফেজ ইমাম হোসেন ঢাকা পোস্টকে বলেন, ১৪ হাফেজকে একসঙ্গে সংবর্ধনা দেওয়ায় আমরা অনেক খুশি হয়েছি। এত সুন্দর আয়োজন করে মাথায় পাগড়ি আর হাতে ক্রেস্ট তুলে দেওয়ার দৃশ্য জীবনের প্রথম আনন্দ, যা কখনো ভুলার নয়। সামনে যতদিন বেঁচে থাকব এ সম্মান অক্ষুণ্ন রেখে চলার চেষ্টা করব ইনশাল্লাহ।


আল কুরআন একাডেমি হাফেজিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওলানা শহীদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, কুরআন ও কুরআনের হাফেজদের সম্মানকে জাতির কাছে তুলে ধরতেই কুরআন প্রেমীদের জন্য এমন আয়োজন। 


thebgbd.com/NIT