অগ্নিকাণ্ডের পর সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার (২৮ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
প্রেস উইং জানায়, সরকার সচিবালয়ে বিদ্যমান প্রেস অ্যাক্রেডিটেশন কার্ডগুলো পুনর্মূল্যায়ন করবে এবং নতুন কার্ড ইস্যুর জন্য স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কাছ থেকে নতুন আবেদন গ্রহণ করবে। এই প্রক্রিয়া বাস্তবায়নে প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
এছাড়া যে কোনো প্রেস ইভেন্টের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো সাময়িক দৈনিক প্রবেশপত্র ইস্যু করবে বলে জানানো হয়েছে। সরকার এই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছে।
thebgbd.com/NIT