সচিবালয়ে সাংবাদিক প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। আজ শনিবার (২৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডের তদন্ত চলমান থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এটি সাময়িক ব্যবস্থা এবং দ্রুত এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান এক বার্তায় জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতেই এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে সভা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তার স্বার্থে সচিবালয়ে সাংবাদিক প্রবেশ সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। বিদ্যমান প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পর্যালোচনা করে নতুন কার্ড ইস্যু করা হবে বলে জানানো হয়েছে। যেকোনো ইভেন্টের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অস্থায়ী দৈনিক প্রবেশ পাস দেওয়া হবে। সরকার অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছে।
গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) সচিবালয়ে শুধুমাত্র স্থায়ী প্রবেশ পাসধারী কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়। বেসরকারি ব্যক্তিদের জন্য ইস্যুকৃত সব ধরনের অস্থায়ী প্রবেশ পাস বাতিল করেছে সরকার। সম্প্রতি সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে। এর প্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে সাংবাদিকদের প্রবেশাধিকারের বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে শিগগিরই একটি সমাধান আসবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
thebgbd.com/NA