ব্রাজিলের উত্তরাঞ্চলে একটি সেতু ধসে পড়ায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। রোববার (২২ ডিসেম্বর) টোকান্টিন্স ও মারানহাও রাজ্যকে সংযোগকারী জুসেলিনো কুবিৎসচেক ডি অলিভেইরা সেতুটি ধসে পড়ে। সেতুটি ধসের ফলে সে সময়ে সেতুটিতে চলাচলরত যানবাহন এবং যাত্রীরা নিচে প্রবাহিত গভীর এবং খরস্রোতা টোকান্টিন্স নদীতে ডুবে যায়। ব্রাসিলিয়া থেকে এএফপি এ খবর জানায়।
ব্রাজিলের নৌবাহিনী ওই এলাকায় এখনও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার দুর্ঘটনাস্থল থেকে ছয় কিলোমিটার (৩.৭ মাইল) দূরে একটি মৃতদেহ এবং শুক্রবার টোকান্টিনস নদীতে দ্বিতীয় মৃতদেহটির সন্ধান পায়। দুর্ঘটনায় এখন পর্যন্ত ১০ জন প্রাণ হারিয়েছে এবং সাতজন এখনও নিখোঁজ রয়েছে।
নৌবাহিনী একটি বিবৃতিতে বলেছে, বৃহস্পতিবার তারা আটজন মৃত এবং নয়জনের নিখোঁজের সংখ্যা হালনাগাদ করে। সেতু ধসে পড়ার পর ৭০ জন উদ্ধারকারী প্রায় এক সপ্তাহ অনুসন্ধান চালায়। একটি হাইপারব্যারিক চেম্বার ব্যবহার করে ডুবুরিরা ৩০ মিটার (১০০ ফুট) এর বেশি গভীরতায় অনুসন্ধান চালায়।
মঙ্গলবার ব্রাজিল সরকার এক সতর্ক বার্তায় জানায়, টোকান্টিন্স নদীতে পড়ে যাওয়া দুটি ট্রাক সালফিউরিক অ্যাসিড বহন করছিল, এতে সেই সালফিউরিক অ্যাসিড নদীতে মিশে পানি দূষিত হতে পারে। দুর্ঘটনায় জড়িত তৃতীয় একটি ট্রাক কীটনাশক বহন করছিল।
দমকল বিভাগের একজন মুখপাত্র এএফপিকে বলেন, ধসের পর তিনটি ট্রাকের ট্যাঙ্কই অক্ষত রয়েছে। প্রায় ৫০০ মিটার (১,৬৪০ ফুট) লম্বা জুসেলিনো কুবিৎসচেক সেতুটি তৈরি হয় ১৯৬০ সালে। কর্মকর্তারা বলেছেন, ধসের কারণ অনুসন্ধান করা হচ্ছে।
সূত্র: এএফপি
এসজেড