প্রধানমন্ত্রী শাষিত সরকারের পতন হওয়ায় জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার শুক্রবার (২৭ ডিসেম্বর) পার্লামেন্ট ভেঙে দিয়েছেন এবং ২৩ ফেব্রুয়ারি আগাম সাধারণ নির্বাচনের প্রত্যাশিত তারিখ নিশ্চিত করেছেন। নভেম্বরে প্রধানমন্ত্রী ওলাফ শুলৎসের সরকারের পতনের কারণে বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই ইউরোপের বড় অর্থনীতির দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বার্লিন থেকে এএফপি জানায়, এর আগে দেশের অর্থনীতি ও বাজেট সংক্রান্ত বিষয়ে বিতর্কের জেরে জোট সরকারের ভাঙ্গন দেখা দিলে অনাস্থা ভোটের আহ্বান জানান শুলৎস। সেখানে শুলৎসের ওপর অনাস্থা জ্ঞাপন করেন দেশটির বেশিরভাগ সাংসদ।
২৩ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ নিশ্চিত করে প্রেসিডেন্ট স্টাইনমায়ার ‘রাজনৈতিক স্থিতিশীলতার’ প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে প্রচারাভিযানকে শৃঙ্খলার সঙ্গে পরিচালিত করার অনুরোধ জানান। তিনি ন্যায্য ও স্বচ্ছ উপায়ে প্রচারাভিযান পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন। বিদেশী প্রভাব ও ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া এক্স প্ল্যাটফর্মের বিপদ সম্পর্কে সতর্ক করেন তিনি।
প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার জানান, এই নির্বাচনী প্রচারণায় ঘৃণা ও সহিংসতার কোনো স্থান থাকবে না। তিনি রাজনৈতিক দল ও ভোটারদের অর্থনৈতিকভাবে অস্থিতিশীল পরিস্থিতি, মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের যুদ্ধ এবং সেইসাথে অভিবাসন ও জলবায়ু পরিবর্তন নিয়ে বিতর্কের কারণে পরবর্তী সরকার যে চ্যালেঞ্জেগুলোর মুখোমুখি হবে তা স্মরণ করিয়ে দেন।
এদিকে গত সপ্তাহে এক ক্রিসমাস বাজারে ভীড়ের ভেতর গাড়ির ওপর জঙ্গি কায়দায় মারাত্মক হামলার পর নিরাপত্তা ও অভিবাসন নিয়ে দেশটির উত্তপ্ত বিতর্ক আবার নতুন করে সামনে চলে আসে। নির্বাচন পূর্ববর্তী সময়ে এবং একটি নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত ওলাফ শুলৎস তত্ত্বাবধায়ক চ্যান্সেলর হিসেবে দায়িত্বে থাকবেন।
সূত্র: এএফপি
এসজেড