ঢাকা | বঙ্গাব্দ

জর্জিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন মিখাইল কাভেলাশভিলি

সালোমে জুরাবিশভিলি পার্লামেন্ট নিয়ন্ত্রণকারী জর্জিয়ান ড্রিম পার্টির বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছেন।
  • অনলাইন ডেস্ক | ২৯ ডিসেম্বর, ২০২৪
জর্জিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন মিখাইল কাভেলাশভিলি মিখাইল কাভেলাশভিলি

বিদায়ী নেতা ও বিরোধী দলগুলো নির্বাচনকে ‘অবৈধ’ ঘোষণা করা সত্ত্বেও জর্জিয়ায় রোববার ক্ষমতাসীন দলের অনুগত মিখাইল কাভেলাশভিলি প্রেসিডেন্ট হিসেবে অভিষেক ও শপথ গ্রহন করেছেন।


তিবিলিসি থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, বিদায়ী প্রেসিডেন্ট সালোমে জুরাবিশভিলি নিজেকে ‘একমাত্র বৈধ প্রেসিডেন্ট’ হিসেবে দাবি করার কিছুক্ষণ পরেই কট্টর ডানপন্থী সাবেক ফুটবলার কাভেলাশফিলি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। জুরাবিশভিলি পার্লামেন্ট নিয়ন্ত্রণকারী জর্জিয়ান ড্রিম পার্টির বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছেন।


এদিকে বিরোধীদের সমর্থকরা বড় ধরনের বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে বলেও জানা গেছে। সহিংসতা আটকাতে পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে তৈরি থাকতে বলেছেন মিখাইল।


সূত্র: বিবিসি


এসজেড