২০২৪ কোপা আমেরিকার আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছে সমর্থকদের একটা তালিকা পাঠিয়েছে আর্জেন্টিনা। তাতে বেশ কিছু আলবেসিলেস্তে উগ্র সমর্থকদের দেশটিতে প্রবেশের অনুমতি না দেয়ার অনুরোধ জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।
আসন্ন কোপায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কাজ করছে আর্জেন্টিনার ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি। সেই ধারাবাহিকতায় এই তালিকা তৈরি করেছেন তারা। পুরো বিষয়টি এক্সে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন আর্জেন্টিনার নিরাপত্তা বিষয়ক মন্ত্রী প্যাট্রিসিয়া বালরিচ।
ফুটবল যেমন সমর্থকের কাছে একটি আবেগের নাম, ঠিক একইভাবে ফুটবলকে বাঁচিয়ে রাখেন এই সমর্থকরাই। তবে এই ভক্ত অনুরাগীদের নিয়েই এবার বিপাকে পড়তে হচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেনটিনাকে। যুক্তরাষ্ট্রে ২০২৪ কোপা আমেরিকার আসর খেলতে যাচ্ছে বিশ্ব চ্যাম্পিয়নরা।
আর কোপা আমেরিকাকে কেন্দ্র করে কিছু সমর্থককে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে আর্জেন্টিনা। মূলত কোপার জন্য কিছু সংখ্যক সমর্থকের একটি তালিকা তৈরি করে তা আয়োজক দেশ যুক্তরাষ্ট্রকে পাঠিয়েছে আর্জেন্টিনা।
এ বছর বেশ কিছু আন্তর্জাতিক ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর ভেতর ফুটবলের সঙ্গে ক্রিকেট ইভেন্টও রয়েছে। সে কারণে নিরাপত্তা ব্যবস্থা ঠিক রাখতে বেশকিছু পদক্ষেপ হাতে নিয়েছে দেশটির জাস্টিস এন্ড হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ।
আর্জেন্টিনার পাঠানো এই তালিকায় আগে থেকে বিশৃঙ্খলা করতে পারে, এমন ভক্তদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।
মূলত ২০২৪ প্রফেশনাল লিগ কাপে স্টুডেন্টস ও বোকা জুনিয়র্সের ম্যাচে কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটেছিলো। ম্যাচটি কর্ডোবা প্রদেশের যেখানে হয়েছিল, সেখানে বাস যাতায়াতের ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছিল নিরাপত্তা বাহিনী।
বিভিন্ন যানবাহনে তল্লাশি চালিয়ে সে সময় তারা আগুন জ্বালানোর সরঞ্জাম, নেশাজাত দ্রব্যসহ ৫৭ জনকে আটক করে। সেখান থেকেই কিছু সমর্থককে তালিকাভুক্ত করেছে আর্জেন্টিনার ন্যাশনাল সিকিউরিটি।
প্যাট্রিসিয়া বালরিচ বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্র সরকারকে নিরাপত্তা নিশ্চিত করার জন্য তথ্য সরবরাহ করতে রাজি হয়েছি। যেখানে মাঠে উগ্র আচরণ করা দর্শকদের ফুটবল স্টেডিয়ামে প্রবেশ থেকে বিরত রাখার জন্য কাজ করা হচ্ছে। তাদের কেউ পুরো আসর চলাকালে যাতে সেখানে যেতে না পারে।