ঢাকা | বঙ্গাব্দ

প্রবল ঢেউয়ে পেরু, ইকুয়েডর ও চিলিতে নিহত ৩

  • | ৩০ ডিসেম্বর, ২০২৪
প্রবল ঢেউয়ে পেরু, ইকুয়েডর ও চিলিতে নিহত ৩ উপকূলে এখনও কাওকে যেতে দেওয়া হচ্ছে না।

ইকুয়েডর, চিলি এবং পেরু উপকূলে ১৩ ফুট (চার মিটার) পর্যন্ত বিশালাকৃতির সামুদ্রিক ঢেউয়ের আঘাতে অন্তত তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিপজ্জনক এই ঢেউ এর কারণে প্রায় ১০০টি বন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। লিমা থেকে এএফপি এ খবর জানায়।  


ইকুয়েডরের ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক সেক্রেটারি জর্জ ক্যারিলো এক সংবাদ সম্মেলনে বলেন, একটি চরম অস্বাভাবিক ঘটনা ঘটেছে এবং ভবিষ্যতে অনুরূপ ঘটনা ঘটতে পারে বলে তিনি সতর্ক করেছেন। তিনি আরো বলেন, দুর্ভাগ্যবশত ইকুয়েডরের দক্ষিণ-পশ্চিম মান্তা অঞ্চলে দুজনের মৃত্যু হয়েছে। চিলিতে আরেক জনের মৃত্যু নথিভুক্ত করা হয়েছে। দেশটির নৌবাহিনী জানিয়েছে, একটি সমুদ্র সৈকতে ৩০ বছর বয়সী এক ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায়। 


নৌ-সমুদ্রবিজ্ঞান বিভাগের প্রধান এনরিক ভারেয়া সম্প্রচারক ক্যানাল এনকে বলেছেন, পেরুতে ঢেউয়ের ক্রমাগত আঘাতের কারণে প্রায় সমস্ত বন্দর বন্ধ ছিল। তিনি ভবিষ্যদ্বাণী করেন, বড় ঢেউ ’আগামী দিনগুলোতে অব্যাহত থাকবে’, তবে সোমবার থেকে ঢেউ কিছুটা শান্ত হবে এবং জানুয়ারির প্রথম দিকের দিনগুলোতে আরও স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে তিনি আশা করেন।


পেরুর নৌবাহিনীর মতে, পেরু উপকূলের এই ঢেউয়ের উৎপত্তি মার্কিন উপকূলে। সমুদ্রপৃষ্ঠে সৃষ্ট অবিরাম বাতাসের ফলে এই ঢেউয়ের উৎপত্তি। কর্তৃপক্ষ জানিয়েছে মানুষের জীবনের ঝুঁকি এড়াতে দেশের মধ্য ও উত্তরাঞ্চলের অনেক সৈকত বন্ধ করে দেওয়া হয়েছে। অনেক মাছ ধরার নৌকা ক্ষতিগ্রস্থ হয়েছে। 


একজন জেলে টিভি পেরুকে বলেছেন, আমাদের কর্তৃপক্ষের সাহায্য দরকার। আমরা প্রায় ১০০ নৌকা হারিয়েছি। তিনি বলেন আমার বয়স ৭০ বছর। এমন অস্বাভাবিক এবং শক্তিশালী ঢেউ কখনও দেখিনি। দেশটির নৌবাহিনী শনিবার বিকেলে পানিতে আটকে থাকা ৩১ জন জেলেকে উদ্ধার করে। একজন স্থানীয় রেডিওকে জানিয়েছে আরও ১৮০ জেলে সমুদ্রে রয়ে গেছে।


পেরুর প্রতিরক্ষা মন্ত্রী ওয়াল্টার আস্তুদিলো শ্যাভেজের সঙ্গে ক্ষয়ক্ষতি জরিপ করার পর দেশটির উত্তরাঞ্চলের লা ক্রুজ জেলার মেয়র রবার্তো ক্যারিলো জাভালা এএফপিকে বলেছেন, ‘সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জেলেরা।’


সূত্র: বিবিসি


এসজেড