সামরিক আইন জারির ঘোষণার জন্য অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে আটক করতে তার বিরুদ্ধে জারিকৃত গ্রেপ্তারি পরোয়ানাকে ‘অবৈধ এবং অকার্যকর’ হিসেবে অভিহিত করেছেন অভিশংসিত প্রেসিডেন্টের আইনজীবী। সিউল থেকে এএফপি এ খবর জানায়।
বার্তাসংস্থা এএফপিকে পাঠানো এক বিবৃতিতে আইনজীবী ইউন কাব-কেউন তদন্তকারী সংস্থার ‘তদন্ত করার এখতিয়ার নেই’ উল্লেখ করে বলেন, ‘তদন্তের এখতিয়ার বহির্ভূত একটি সংস্থার অনুরোধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা এবং তল্লাশি ও বাজেয়াপ্তের পরোয়ানা অবৈধ এবং অকার্যকর।’
তিনি আরও বলেন, আদালতে এই বিষয়ে পর্যাপ্ত যুক্তি, তথ্য ও প্রমাণ দেওয়া হবে। অভিশংসিত প্রেসিডেন্টের দেওয়া ভাষ্যের সঙ্গে গলা মিলিয়ে তিনি জানান, সে সময়ে দেশের সার্বিক অবস্থা বিবেচনা করেই সামরিক আইন জারি করা হয়। এবং পরে তা প্রত্যাহারও করা হয়। যখন পুরো ঘটনা সবার চোখের সামনেই ঘটেছে, তখন এ বিষয়ে তদন্ত পরিচালনার কিছু নেই। পুরো বিষয়টি এখন অর্থের অপচয়।
সূত্র: স্কাই নিউজ, এএফপি
এসজেড