ঢাকা | বঙ্গাব্দ

বসিস্তো-অঙ্কন ঝড়ে খুলনার বড় সংগ্রহ

উদ্বোধনী দিনের মতো দ্বিতীয় দিনেও রানের ফুলঝুরি ছুটছে মাঠে। মিরপুরে চিটাগাং কিংসের বিপক্ষে রান উৎসব করেছে খুলনা টাইগার্স।
  • নিজস্ব প্রতিবেদক | ৩১ ডিসেম্বর, ২০২৪
বসিস্তো-অঙ্কন ঝড়ে খুলনার বড় সংগ্রহ সংগৃহীত

লো স্কোরিং ম্যাচের জন্য বিপিএলের কুখ্যাতি থাকলেও এগারোতম আসরে ব্যতিক্রম দেখা যাচ্ছে। উদ্বোধনী দিনের মতো দ্বিতীয় দিনেও রানের ফুলঝুরি ছুটছে মাঠে। মিরপুরে চিটাগাং কিংসের বিপক্ষে রান উৎসব করেছে খুলনা টাইগার্স।


মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৩ রান করেছে খুলনা টাইগার্স। অস্ট্রেলিয়ান ওপেনার উইল বসিস্তো এবং উইকেটকিপার-ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনের ঝড়ো হাফ সেঞ্চুরিতে বড় স্কোর গড়েছে খুলনা।


মিরপুরে এদিন খুলনাকে ঝড়ো সূচনা এনে দেন দুই ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও বসিস্তো। ৪.৩ ওভারে প্রথম উইকেট হারানোর আগেই স্কোরকার্ডে ৩৭ রান যোগ করেন তারা। ১৭ বলে ১ চার ও ৩ ছয়ে ২৬ রান করা নাঈমকে ফিরিয়ে জুটি ভাঙেন আলিস আল ইসলাম।


দ্বিতীয় উইকেট জুটিতে ৫১ রণ যোগ করেন অধিনায়ক মিরাজ ও বসিস্তো। মিরাজ ১৮ বলে ১৮ রান করে খালেদ আহমেদের বলে আউট হন।


আফগান রিক্রুট ইবরাহিম জাদরান বেশিক্ষণ টেকেননি। ৭ বলে ৬ রান করে খালেদের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। ৮ রান করে আফিফ হোসেনও আলিসের বলে বিদায় নেন।


ছয়ে নামা অঙ্কন এদিন ঝড় তোলেন। বসিস্তো-অঙ্কন ঝড়েই দুইশর বেশ রান করে খুলনা। দুজনই পেয়েছেন অর্ধশতকের দেখা। বসিস্তো ৫০ বলে ৮ চার ও ৩ ছয়ে ৭৫ রানে অপরাজিত থাকেন।


অঙ্কন এদিন আড়াইশর বেশি স্ট্রাইকরেটে অর্ধশতক হাঁকান। মাত্র ২২ বলে ১ চার ও ৬ ছয়ে ৫৯ রানে অপরাজিত থাকেন তিনি।


চিটাগাংয়ের পক্ষে আলিস ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। খালেদও ২ উইকেট শিকার করলেও ৪ ওভারেই দিয়েছেন ৪৫ রান।


thebgbd.com/NIT