ঢাকা | বঙ্গাব্দ

আপনাদের আম্মু আর দেশে ফিরবে না: হাসনাত

হাসনাত আবদুল্লাহ বলেছেন, আপনাদের আম্মু আর দেশে ফিরবে না।
  • নিজস্ব প্রতিবেদক | ৩১ ডিসেম্বর, ২০২৪
আপনাদের আম্মু আর দেশে ফিরবে না: হাসনাত ছবি : সংগৃহীত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, যারা সচিবালয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের উদ্দেশে বলতে চাই, আপনাদের আম্মু আর দেশে ফিরবে না। আমরা যাকে সীমান্তের ওপারে পাঠিয়েছি সেই খুনি হাসিনা আর ফিরবে না।


আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ শীর্ষক সমাবেশে এই কথা বলেন হাসনাত।


তিনি বলেন, এই ফ্যাসিবাদী সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। বিএনপি জামায়াতসহ যেসকল দল রয়েছে, আলেম ওলামারা রয়েছেন, ইসলামী ‌অ্যাক্টিভিস্ট রয়েছে- সবার বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে।


হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, এখনও দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হয়নি। এখনও সিন্ডিকেট রয়েছে। যে হত্যাগুলো ঘটেছে আমরা সেইসব হত্যাকাণ্ডের বিচার করতে পারিনি। আমরা চাই, অতি শিগগির পিলখানা হত্যাকাণ্ডের বিচার হোক। শাপলা চত্বরে আলেম ওলামাদের হত্যা করা হয়েছে। গত ১৬ বছরের সকল গুম খুনের বিচার করতে হবে। আমাদের একমাত্র শত্রু আওয়ামী লীগ।


thebgbd.com/NA