ঢাকা | বঙ্গাব্দ

নববর্ষ উদযাপন ইসলামী সংস্কৃতির অংশ নয়

নববর্ষ উদযাপন ইসলামী সংস্কৃতির অংশ নয়।
  • নিজস্ব প্রতিবেদক | ৩১ ডিসেম্বর, ২০২৪
নববর্ষ উদযাপন ইসলামী সংস্কৃতির অংশ নয় ফাইল ছবি

ইসলামে উৎসব পালনের নির্দিষ্ট নির্দেশনা রয়েছে। প্রতিটি জাতির নিজস্ব উৎসব থাকে, এবং মুসলমানদের জন্য ঈদুল ফিতর ও ঈদুল আযহা নির্ধারিত হয়েছে। নবী মুহাম্মদ (সা.) বলেছেন, ‘প্রত্যেক জাতির নিজস্ব ঈদ রয়েছে, আর এটা আমাদের ঈদ।’ 


নববর্ষ উদযাপন ইসলামী সংস্কৃতির অংশ নয়। এ ধরনের উদযাপন অমুসলিমদের সংস্কৃতি থেকে এসেছে এবং এতে অংশগ্রহণ ইসলামসম্মত নয়। বিশেষ করে, ৩১ ডিসেম্বর রাতে থার্টি ফার্স্ট নাইট উদযাপন, যা সাধারণত নাচ-গান, অশ্লীলতা ও বেহায়াপনার সাথে সম্পৃক্ত, ইসলামে স্পষ্টভাবে নিষিদ্ধ। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘অচিরেই শেষ যুগে দেখা দিবে ভূমি ধস, নিক্ষেপ ও বিকৃতি... যখন বাদ্যযন্ত্র ও গায়ক-গায়িকারা বেশি হারে প্রকাশ পাবে।’ 


ইসলামে আনন্দ-উল্লাস ইবাদতের অংশ, তবে তা নির্দিষ্ট দিন ও পদ্ধতিতে পালন করতে হয়। বছর পূর্তিতে আনন্দ প্রকাশ করা ইসলামী সংস্কৃতি নয়। বরং, বছরের শেষ হওয়া মানে জীবনের মূল্যবান সময়ের একটি অংশ শেষ হয়ে যাওয়া, যা আমাদেরকে আত্মসমালোচনা ও ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে উদ্বুদ্ধ করে। আল্লাহ তায়ালা বলেন, ‘আমার এবাদত করার জন্যই আমি মানব ও জিন জাতি সৃষ্টি করেছি।’


সুতরাং, ইসলামের দৃষ্টিতে নববর্ষ উদযাপন সমর্থনযোগ্য নয়। মুসলমানদের উচিত নিজেদের ধর্মীয় মূল্যবোধ ও সংস্কৃতি বজায় রাখা এবং বিজাতীয় সংস্কৃতির অনুসরণ থেকে বিরত থাকা। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করে, সে তাদের দলভুক্ত গণ্য হবে।’


thebgbd.com/NIT