ঢাকা | বঙ্গাব্দ

স্ত্রীর সাথে বিবাদ, চলছিল তালাকের প্রক্রিয়াও, স্বামীর আত্মহত্যা

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে।
  • অনলাইন ডেস্ক | ০১ জানুয়ারি, ২০২৫
স্ত্রীর সাথে বিবাদ, চলছিল তালাকের প্রক্রিয়াও, স্বামীর আত্মহত্যা সংগৃহীত

স্ত্রীর সাথে ব্যবসায়িক বিবাদ ছিল, এর সঙ্গে চলছিল বিবাহবিচ্ছেদের প্রক্রিয়াও। এর মধ্যেই স্বামীকে পাওয়া গেল মৃত অবস্থায়। পুলিশ এটিকে আত্মহত্যা বলে সন্দেহ করছে।




মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে। মৃত ওই ব্যক্তি দিল্লির একটি ক্যাফের মালিক। বুধবার (১ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদসাধ্যম এনডিটিভি।


সংবাদমাধ্যমটি বলছে, মঙ্গলবার সন্ধ্যায় দিল্লিতে নিজের বাসভবনে এক ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে অভিযোগ উঠেছে, পুলিশ এটিকে আত্মহত্যার মাধ্যমে মৃত্যু বলে সন্দেহ করছে।




পুলিশ জানিয়েছে, দিল্লির একটি বিখ্যাত ক্যাফের সহ-প্রতিষ্ঠাতা পুনীত খুরানাকে মডেল টাউনের কল্যাণ বিহার এলাকায় নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।


খুরানা এবং তার স্ত্রী মানিকা জগদীশ পাহওয়া বিবাহবিচ্ছেদের মাঝপথে ছিলেন। তারা দুজন দিল্লির উডবক্স ক্যাফের মালিক এবং তারা ব্যবসা নিয়ে বিরোধে লিপ্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।





খুরানার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি (পুনীত খুরানা) তার স্ত্রীকে নিয়ে ‘আপসেট’ ছিলেন। ২০১৬ সালে তাদের দুজনের বিয়ে হয়েছিল।


এদিকে তাদের মধ্যকার দ্বন্দ্ব নিয়ে ফোনকলও সামনে এসেছে। ১৬ মিনিটের ওই অডিওতে খুরানা এবং তার স্ত্রীকে ব্যবসায়িক সম্পত্তি নিয়ে লড়াই করতে শোনা যায়।



খুরানার স্ত্রী ওই ফোনকলে বলেন, “আমরা বিবাহবিচ্ছেদ করছি ঠিকই কিন্তু আমি এখনও একজন ব্যবসায়িক অংশীদার... তোমাকে আমার পাওনা পরিশোধ করতে হবে।”


অন্যদিকে মৃতদেহ উদ্ধারের পাশাপাশি পুলিশ খুরানার ফোনও উদ্ধার করেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীকে ডেকেছে।




thebgbd.com/AR