যুক্তরাষ্ট্রের লুজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরে বর্ষবরণ উৎসবে গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। আহত ৩৫ জনের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে নিউ অরলিন্স পুলিশ বিভাগ জানিয়েছে ওই ব্যক্তিকে প্রাথমিকভাবে সনাক্ত করা হয়েছে।
এফবিআই বলেছে, সন্দেহভাজন ৪২ বছর বয়সী শামসুদ–দীন জব্বার মার্কিন নাগরিক, জন্ম টেক্সাসে। সেখানেই বড় হয়েছে সে। ২০০৭ থেকে ২০১৫ পর্যন্ত তিনি সেনাবাহিনীর নিয়মিত সদস্য ছিলেন। ২০১৫ থেকে ২০২০ পর্যন্ত সেনাবাহিনীর অতিরিক্ত সদস্য হিসাবে কাজ করেন তিনি। এফবিআই জানিয়েছে, হামলার ঘটনায় ব্যবহৃত ট্রাকটিতে বরফ রাখার একটি পাত্রে একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) পাওয়া গেছে। পুলিশের আরেকটি সূত্র জানায় ঘটনাস্থল থেকে একাধিক বোমা পাওয়া গেছে। একাধিক সংবাদ প্রতিবেদনে দাবি করা হয়েছে, হামলার সময় ট্রাকের পিছনে একটি কালো রঙের পতাকা লাগানো ছিল। সেটি আইএসআইএস-এর পতাকা বলেই দাবি করা হচ্ছে।
ঘটনাটির তদন্তে নেমেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এফবিআই। হামলাকারীর কোনো রাজনৈতিক বা ধর্মীয় মতবাদের সঙ্গে সম্পৃক্ততা আছে কি না বা তিনি কোনো ‘সন্ত্রাসী সংগঠনের’ সঙ্গে জড়িত কি না—এসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারী কর্মকর্তারা। এফবিআই কর্মকর্তা আলেথিয়া ডানকান বলেন, এফবিআই মনে করছে, এই হামলার নেপথ্যে একা জব্বর নন, আরও অনেকে জড়িত। আপাতত জব্বরের সঙ্গীদের ধরার চেষ্টা করা হচ্ছে। হামলার আগে আততায়ী সমাজমাধ্যমে যে ভিডিওটি পোস্ট করেন, সেটি এফবিআইয়ের গোয়েন্দারা খুঁজে পেয়েছেন। সেই ভিডিওতে আততায়ীকে বলতে শোনা যাচ্ছে, তিনি আইএসের ভাবাদর্শে অনুপ্রাণিত। তবে এফবিআই সেই ভিডিওটি সত্যি না জাল সেটি পরীক্ষা করে দেখছে।
অপরদিকে পুলিশ বলছে, সন্দেহভাজন হামলাকারী ট্রাকচালক যে হত্যাকাণ্ড ঘটিয়েছেন, তা তিনি যেকোনোভাবেই করতে চেয়েছিলেন। তিনি পুলিশ কর্মকর্তাদের দিকে গুলিবর্ষণও করেন। নিউ অরলিন্স পুলিশের সুপারিনটেনডেন্ট অ্যান কার্কপ্যাট্রিক বলেন, ২৪ ঘণ্টায় ফ্রেঞ্চ কোয়ার্টারে প্রায় ৪০০ পুলিশ সদস্য মোতায়েন করা ছিল। গত রাতে আমাদের তিনজন কর্মকর্তা ওই হামলাকারীকে মোকাবিলা করেন। হামলাকারী তাদের দিকে গুলি ছোড়েন। পুলিশের এই কর্মকর্তা বলেন, অভিযুক্ত সন্দেহভাজনকে তারা গুলি করে হত্যা করেছেন। পাল্টা গুলিতে পুলিশের দুই কর্মকর্তা আহত হয়েছেন।
বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এই হামলার নিন্দা করে জানিয়েছেন।
সূত্র: স্কাই নিউজ, বিবিসি, সিএনএন
এসজেড