ঢাকা | বঙ্গাব্দ

নির্বাচন ঘিরে সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার

  • নিজস্ব প্রতিবেদক | ০৯ জুলাই, ২০২৫
নির্বাচন ঘিরে সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার ফাইল ছবি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সব ধরনের আইনশৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতি আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছেন। বুধবার (৯ জুলাই) রাত ৮টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, নির্বাচন উপলক্ষে পুলিশের পাশাপাশি বিজিবি, কোস্ট গার্ডসহ আইনশৃঙ্খলা বাহিনীতে ১৭ হাজার নতুন সদস্য নিয়োগ ও তাদের প্রশিক্ষণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এসব নিয়োগ ও প্রশিক্ষণ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে।

প্রেস সচিব আরও জানান, নির্বাচনের সময় প্রায় ৮ লাখ সদস্য দায়িত্ব পালন করেন। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে তাদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি, তিনি আগামী মাসগুলোতে কঠোরভাবে আইন প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেছেন।


thebgbd.com/NIT