ঢাকা | বঙ্গাব্দ

বিজয়-বার্লের ঝড়ে দুূর্বার রাজশাহীর জয়

ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারে চলতি বিপিএলে প্রথম জয় তুলে নিলো দুর্বার রাজশাহী।
  • নিজস্ব প্রতিবেদক | ০২ জানুয়ারি, ২০২৫
বিজয়-বার্লের ঝড়ে দুূর্বার রাজশাহীর জয় আসরে প্রথম জয়ের দেখা পেলো রাজশাহী।

তাসকিন আহমেদের আগুনঝরা বোলিংয়ের পর ব্যাট হাতে ঝড় তুললেন এনামুল হক বিজয় ও রায়ান বার্ল। তাতে ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে চলতি বিপিএলে প্রথম জয় তুলে নিলো দুর্বার রাজশাহী।


বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিপিএলের পঞ্চম ম্যাচে ১৭৫ রান তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১১ বল হাতে রেখে জয় তু্লে নেয় রাজশাহী। ৪৬ বলে ৯ চার ও ৩ ছক্কায় ৭৩ রানে অপরাজিত থাকেন বিজয়। ৩৩ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৫ রানে অপরাজিত ছিলেন বার্ল।



এর আগে বল হাতে ১৯ রান খরচায় একাই ৭ উইকেট নিয়ে ঢাকাকে ১৭৪ রানে আটকে দিয়েছিলেন তাসকিন। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই তাসকিনের তোপে পড়ে ঢাকা। দলীয় ১৪ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় তারা। ৫ বলে ০ রানে লিটন দাস আর ১০ বলে ৯ রান করে তাসকিনের বলে ক্যাচ দিয়ে ফেরেন তানজিদ হাসান তামিম।

 

তৃতীয় উইকেটে হাল ধরে ৭৯ রানের জুটি গড়েছিলেন স্টিফেন এসকিনাজি ও শাহাদাত হোসেন। ৪ রানের আক্ষেপ নিয়ে এসকিনাজি সাজঘরে ফিরলেও ফিফটি তুলে নেন শাহাদাত হোসেন। ২৯ বলে ৬ চার ও ২ ছক্কায় এসকিনাজি ৪৬ রান করে হাসান মুরাদের বলে বোল্ড হন। মাঝখানে ৯ বলে ২১ রানের ছোটো ঝড় তুলে মহর শেখের বলে সাজঘরে ফেরেন থিসারা পেরারা।

 

ম্যাচের বাকি সময়ে একাই দ্যুতি ছড়ান তাসকিন। ৪১ বলে ৭ চারের মারে ৫০ রান করা শাহাদাত হোসেনকে সাজঘরে ফিরিয়ে শুরু। এরপর একে একে তিনি তুলে নেন আরও ৪ উইকেট। তাসকিনের উইকেট উৎসবের মাঝে ১৩ বলে ২৪ রান করে ঢাকাকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছিলেন শুভাম রানজানে। তাতে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রানে  থামে ঢাকা।

 

৪ ওভারে ১৯ রান খরচায় ৭ উইকেট নিয়ে বিপিএলে ইতিহাস গড়েন তাসকিন। বিপিএলের ইতিহাসে এটি সেরা বোলিংয়ের রেকর্ড। এর আগে ফ্র্যাঞ্চাইজি লিগটিতে সেরা বোলিংয়ের রেকর্ডটি ছিল পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরের দখলে। ২০২০ সালে রাজশাহীর বিপক্ষে খুলনার হয়ে  ৪ ওভার বল করে ১৭ রান খরচায় ৬ উইকেট নিয়েছিলেন তিনি। এদিকে শুধু বিপিএল নয়, স্বীকৃত টি-টোয়েন্টির ইতিহাসেও সমন্বিভাবে রেকর্ড গড়েছেন তাসকিন। তার আগে দুই জন ক্রিকেটার স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৭ উইকেট নেয়ার কীর্তি গড়েছিল। এ তালিকায় তাসকিন তৃতীয়।

 

এদিন রান তাড়ায় নেমে শুরুতে কিছুটা হোঁচট খেলেও বিজয় আর বার্লের ঝড়ে সহজেই ম্যাচ নিজেদের করে নিয়েছে রাজশাহী। ৫ বলে ১২ রান করে মোহাম্মদ হ্যারিস আর ৮ বলে ০ রানে জিসান আলমের বিদায়ের পর হাল ধরেন বিজয় ও ইয়াসির আলী। ২০ বলে ব্যক্তিগত ২২ রান করে দলীয় ৭৩ রানে ইয়াসির আউট হলেও ক্রিজ আঁকড়ে রাখেন বিজয়।

 

চতুর্থ উইকেটে তাকে সঙ্গ দেন বার্ল। দুজন মিলে চড়াও হন ঢাকার বোলারদের উপর। চার-ছক্কার ফুলঝুরি ছড়িয়ে দুজনেই তুলে নেন ফিফটি। ক্রিজে ঝড় তুলে ১১ বল হাতে রেখেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তারা।  ঢাকার পক্ষে ১টি করে উইকেট নেন মোস্তাফিজুর রহমান, মুকিদুল ইসলাম ও আলাউদ্দিন বাবু।

 

চলতি বিপিএলে এ নিয়ে নিজেদের প্রথম দুই ম্যাচেই হারের স্বাদ পেলো ঢাকা। অন্যদিকে হার দিয়ে আসর শুরুর পর জয়ের দেখা পেলো রাজশাহী।


thebgbd.com/NIT