ঢাকা | বঙ্গাব্দ

মঙ্গলবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

সাবেক প্রধানমন্ত্রীকে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হবে।
  • নিজস্ব প্রতিবেদক | ০৩ জানুয়ারি, ২০২৫
মঙ্গলবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য আগামী মঙ্গলবার (৭ জানুয়ারি) লন্ডন যাচ্ছেন। রাত ১০টায় একটি বিশেষায়িত বিমানে তাকে লন্ডনে নেওয়া হবে। সফরে তার সঙ্গে চিকিৎসক, নার্স, ব্যক্তিগত সহকারীসহ অন্তত ১৫ জন থাকবেন।


বিএনপির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রীকে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হবে। সফরসঙ্গীদের মধ্যে চিকিৎসক দল, পরিবারের সদস্য এবং ব্যক্তিগত কর্মকর্তারা থাকবেন। প্রথমে লন্ডনে ছেলে তারেক রহমানের কাছে কয়েক দিন থাকার পর খালেদা জিয়া যুক্তরাষ্ট্রে যাবেন।


যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হাসপাতালে তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। জানা গেছে, তার ভিসার বিষয়টিও সম্পূর্ণ হয়েছে।


খালেদা জিয়ার রাজনৈতিক জীবনে এ ভ্রমণ বেশ তাৎপর্যপূর্ণ। ২০১৭ সালের ১৬ জুলাই তিনি সর্বশেষ লন্ডন সফর করেন। তবে এরপর চারটি মামলার পরোয়ানার মুখোমুখি হয়ে দেশে ফেরেন। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় কারাগারে যান তিনি।


২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করে শর্তসাপেক্ষে মুক্তি দেয়। তবে এই সময়ে তিনি দেশে থাকলেও বিদেশে চিকিৎসার অনুমতি পাননি। এরপর অসুস্থতার কারণে একাধিকবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।


৭৯ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। তাকে উন্নত চিকিৎসা দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।


thebgbd.com/NIT