ঢাকা | বঙ্গাব্দ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

  • নিজস্ব প্রতিবেদক | ০৩ জানুয়ারি, ২০২৫
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা শায়খ ড. উসামা বিন আব্দুল্লাহ খাইয়্যাত (বামে) ও শায়খ ড. আহমদ ইবনে আলী আল হুজাইফি।

মসজিদে হারাম কর্তৃপক্ষ জানায়, মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ (শুক্রবার, ৩ রজব, ৩ জানুয়ারি) জুমার নামাজের ইমামতি করবেন ও খুতবা দেবেন যারা, তারা হচ্ছেন প্রখ্যাত দুই শায়খ।

 

আজ মসজিদে হারামে জুমার নামাজ পড়াবেন সুপ্রসিদ্ধ ইসলামিক স্কলার শায়খ ড. উসামা বিন আব্দুল্লাহ খাইয়্যাত। তার সুললিত তেলাওয়াত মুসুল্লিদের মুগ্ধ করে।


 

মসজিদে নববি

 


আজ মসজিদে নববিতে জুমার নামাজ পড়াবেন সুপ্রসিদ্ধ ইসলামিক স্কলার শায়খ ড. আহমদ ইবনে আলী আল হুজাইফি। তিনি প্রবীণ আলেম ও কারি, মসজিদে নববির খতিব শায়খ আলি আল হুজায়ফির ছেলে।

 

শায়েখ আহমদ আল হুজাইফি মদিনার ইসলামি ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি ওই ইউনিভার্সিটিতে শিক্ষক হিসেবেও কাজ করেছেন। বর্তমানে তিনি তাইবাহ ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।


২০১৯ সাল থেকে মসজিদে নববির ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি মদিনার মসজিদে কুবার ইমাম ও খতিব ছিলেন।

সূত্র: ইনসাইড দ্য হারামাইন


thebgbd.com/NIT