ঢাকা | বঙ্গাব্দ

ভিনিসিয়ুসের লাল কার্ড, বেলিংহামের পেনাল্টি মিস তবুও দুর্দান্ত জয়ে রিয়াল মাদ্রিদ

লিগার ম্যাচে ভ্যালেন্সিয়ার মাঠে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
  • নিজস্ব প্রতিবেদক | ০৪ জানুয়ারি, ২০২৫
ভিনিসিয়ুসের লাল কার্ড, বেলিংহামের পেনাল্টি মিস তবুও দুর্দান্ত জয়ে রিয়াল মাদ্রিদ সংগৃহীত

নতুন বছরে লা লিগার প্রথম ম্যাচেই নাটক! গোলরক্ষককে আঘাত করে লাল কার্ড দেখলেন ভিনিসিয়ুস জুনিয়র। পেনাল্টি মিস করলেন জুড বেলিংহাম। রিয়ালের এমন বাজে দিনে হাল ধরলেন লুকা মদ্রিচ। বদলি নেমে দলকে সমতায় ফেরান এই অভিজ্ঞ মিডফিল্ডার। আর যোগ করা সময়ে গোল করে ভ্যালেন্সিয়ার বিপক্ষে তিন পয়েন্ট নিশ্চিত করেন বেলিংহাম।


শুক্রবার রাতে লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়ার মাঠে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।


ম্যাচের প্রথমার্ধেই গোল হজম করে রিয়াল। ২৭তম মিনিটে খুব কাছ থেকে গেররার শট কোনোমতে ফিরিয়ে দেন কোর্তোয়া। ফিরতি বলে সুযোগ কাজে লাগান দুরো। ছুটে গিয়ে অনায়াসে জাল খুঁজে নেন তিনি।


প্রথমার্ধে বাকি সময়ে একাধিক আক্রমণ করেও গোল শোধ করতে পারেনি রিয়াল। তাতে পিছিয়ে থেকে বিরতিতে যায় কার্লো আনচেলত্তির দল।


বিরতি থেকে ফিরেই ম্যাচে ফেরার বড় সুযোগ পায় রিয়াল। ৫২তম মিনিটে ডি বক্সে কিলিয়ান এমবাপে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা। পেনাল্টি নেন বেলিংহাম। তার নিচু গড়ানো শট পোস্টে লেগে ফেরত আসে। রিয়ালের জার্সিতে এই প্রথম পেনাল্টি থেকে গোল করতে ব‍্যর্থ হলেন তিনি।


৫৮তম মিনিটে বল জালে পাঠান এমবাপে। তবে অফসাইডের কারণে গোল হয়নি। টানা দুই বড় সুযোগ নষ্ট করা রিয়াল আরো বড় ধাক্কা খায় ৭৯তম মিনিটে। ভ্যালেন্সিয়ার গোলরক্ষকের ঘাড়ে আঘাত করে লাল কার্ড দেখেন ভিনিসিয়ুস।


পথ হারানো রিয়ালকে পথে ফেরান বদলি নামা মদ্রিচ। ৮৫তম মিনিটে বেলিংহামের দারুণ পাস পেয়ে জাল খুঁজে নেন এই ক্রোয়াট মিডফিল্ডার। নিশ্চিত ড্র হতে যাওয়া ম্যাচে রিয়ালকে পূর্ণ পয়েন্ট এনে দেন বেলিংহাম। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে গোল করে জয় নিশ্চিত করেন তিনি।


thebgbd.com/NIT