২০২০ সালের পর নিউজিল্যান্ডের হয়ে আর কোন আন্তর্জাতিক ম্যাচ খেলেননি কলিন মুনরো। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আলোচনায় এসেছিলেন তিনি। তবে নির্বাচকরা শেষ পর্যন্ত মুনরোকে নিউজিল্যান্ডের দলে জায়গা দেয়নি। যার ফলে আন্তর্জাতিক ক্রিকেট বিদায় বলে দিয়েছেন ৩৭ বছর বয়সী এই ওপেনার।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। সেই দলে জায়গা হয়নি মুনরোর। তাতে কিছুটা অভিমান করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন কিউই এই ক্রিকেটার।
নিজের অবসরের বিবৃতিতে মুনরো বলেছেন, ‘যদিও জাতীয় দলের হয়ে অনেক দিন খেলা হয়নি, কিন্তু ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টির ফর্ম দিয়ে জাতীয় দলে ফেরার আশা আমি কখনোই ছাড়িনি। টি–টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার পরিপ্রেক্ষিতে এই অধ্যায়টা আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেয়ার এখনই সঠিক সময়।
নিউজিল্যান্ডের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে ১২৩টি ম্যাচ খেলেছেন মুনরো। যেখানে একটি টেস্ট, ৫৭টি ওয়ানডে ও ৬৫ টি-টোয়েন্টি ম্যাচ ছিল। সাদা বলের ক্রিকেটে এক সময় দলের নিয়মিত সদস্য ছিলেন মুনরো।