ঢাকা | বঙ্গাব্দ

৭ মিনিটে ১৫৯ ভরি স্বর্ণ চুরি

ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকান থেকে প্রায় ১৫৯ ভরি সোনা চুরি করেছে একটি সংঘবদ্ধ চোর চক্র।
  • নিজস্ব প্রতিবেদক | ০৪ জানুয়ারি, ২০২৫
৭ মিনিটে ১৫৯ ভরি স্বর্ণ চুরি ছবি : সংগৃহীত।

রাজধানীর ধানমন্ডির সীমান্ত স্কয়ারে অবস্থিত ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকান থেকে প্রায় ১৫৯ ভরি সোনা চুরি করেছে একটি সংঘবদ্ধ চোর চক্র। গতকাল শুক্রবার বেলা ১টার দিকে এ চুরির ঘটনা ঘটে। বিপণিবিতানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণে চুরির পুরো ঘটনা ধরা পড়ে। দোকানের মালিক কাজী আকাশ ধানমন্ডি থানায় এ ঘটনায় একটি মামলা করেছেন।


সিসিটিভি ফুটেজ অনুযায়ী, শুক্রবার বেলা ১টা ১ মিনিটের দিকে নয়জন ব্যক্তি ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্সের সামনে হাজির হন। তাদের মধ্যে দুজন বাদে বাকিদের মুখে ছিল মাস্ক। একজন একটি চাদর মেলে দোকানের শাটার ঢেকে ধরেন। এই সুযোগে দুজন চাদরের আড়ালে গিয়ে শাটারের তালা কেটে ফেলেন। এর মধ্যে একজন দোকানের ভেতরে ঢোকেন।


একই সময় বাকি আটজন আশপাশের দোকানে গিয়ে নানা অজুহাতে বিক্রয়কর্মীদের ব্যস্ত রাখেন। সাত মিনিট ২৫ সেকেন্ডের মধ্যেই দোকানের ভেতর থেকে সোনার গয়না ব্যাগে ভরে বেরিয়ে আসেন চক্রের সদস্য। এরপর একে একে সবাই বিপণিবিতান থেকে সরে যান।


চুরির ঘটনায় দোকানের মালিক কাজী আকাশ বলেন, জুমার নামাজের সময় দোকানের শাটারে তালা দিয়ে বিক্রয়কর্মীরা নামাজ পড়তে যান। সেই সুযোগে চোরের দল তালা কেটে স্বর্ণ লুট করে নিয়ে যায়। আমাদের দোকানে সাজানো সব স্বর্ণ চুরি হয়ে গেছে।


জানা গেছে, সীমান্ত স্কয়ারে সোনা ও ডায়মন্ডের তিনটি দোকান রয়েছে। এর মধ্যে ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স নিচতলায়। এর আশপাশে রয়েছে কাপড় ও প্রসাধনীর দোকান। শুক্রবার নামাজের সময় দোকানগুলোতে ক্রেতার চাপ কম থাকায় চোর চক্র সহজেই কাজটি সেরে ফেলে।


ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল আলীম জানান, সিসিটিভি ক্যামেরার ফুটেজের ভিত্তিতে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে। এখনো কাউকে চিহ্নিত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। চুরির সঙ্গে বিপণিবিতানের ভেতরের কেউ জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।


thebgbd.com/NA