ঢাকা | বঙ্গাব্দ

৫ বছর পর চবিতে খালেদা জিয়া হলের নাম পুনর্বহাল

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর বেগম খালেদা জিয়া হলের নাম পুনঃলিখন করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
  • নিজস্ব প্রতিবেদক | ০৫ জানুয়ারি, ২০২৫
৫ বছর পর চবিতে খালেদা জিয়া হলের নাম পুনর্বহাল সংগৃহীত

২০১৮ সালের ৪ ডিসেম্বর ক্ষমতার দাপট দেখিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্যাম্পাসে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের নামফলক উপড়ে ফেলেন নিষিদ্ধ সংগঠন চবি শাখা ছাত্রলীগের তৎকালীন নেতাকর্মীরা। এরপর গত ৫ বছর একপ্রকার নামহীন ছিল এই হলটি। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকেও নাম পুনঃলিখনের উদ্যোগ নেওয়া হয়নি। তবে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর বেগম খালেদা জিয়া হলের নাম পুনঃলিখন করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

গত ৫ সেপ্টেম্বর শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মামুনুর রশীদ মামুনের নেতৃত্বে এই হলের নাম পুনরায় লেখা হয়।

এ বিষয়ে মামুনুর রশীদ মামুন ঢাকা পোস্টকে বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে নামকরণ করা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি হল। গত ২০১৮ সালের ৪ ডিসেম্বর ছাত্রলীগের তৎকালীন সিনিয়র সহসভাপতি মনসুর আলম ও আবদুল মালেকের নেতৃত্বে এই হলের নামফলক মুছে দিয়েছিলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে আমরা সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে হলের নাম পুনঃলিখন করি। এ দেশের মানুষের মণিকোঠায় বেগম খালেদা জিয়ার নাম। কেউ ইচ্ছে করলেই তাকে মুছে দিতে পারবে না।

নাম পুনঃলিখনের সময় উপস্থিত ছিলেন চারুকলা ছাত্রদলের মেহেদী হাসান, ফরহাদ হোসেন সুমন, আনাস মাহাদী, আল মাসরুর ফাহিমসহ অন্যান্য নেতাকর্মীরা।

প্রসঙ্গত, গত ২০১৮ সালের ৪ ডিসেম্বর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তৎকালীন সিনিয়র সহসভাপতি মনসুর আলম ও আবদুল মালেকের নেতৃত্বে খালেদা জিয়া হলের নামফলক উপড়ে ফেলা হয়। এর পরিবর্তে ‘বীর প্রতীক তারামন বিবি’র নামে হলটির নামকরণের দাবি জানায় তারা।


thebgbd.com/NIT