ঢাকা | বঙ্গাব্দ

‘তুফান’ হয়ে আসছেন বাংলার নবাব

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সিনেমা নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই। ঈদুল আযহায় এই অভিনেতা রায়হান রাফীর পরিচালনায় ‘তুফান’ হয়ে আসছেন।
  • | ০৮ মে, ২০২৪
‘তুফান’ হয়ে আসছেন বাংলার নবাব শাকিব খান

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সিনেমা নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই। ঈদুল আযহায় এই অভিনেতা রায়হান রাফীর পরিচালনায় ‘তুফান’ হয়ে আসছেন। তার সঙ্গে দেখা যাবে আরেক জনপ্রিয় অভিনেগা চঞ্চল চৌধুরীকে। তুফানের পূর্বাভাস নিয়ে এসেছে সিনেমাটির টিজারে মঙ্গলবার (৭ মে), এরপর থেকেই প্রশংসা পাচ্ছেন শাকিব খান ।


টিজারে শাকিব খানকে একেবারে অন্য রকম লুক, অ্যাকশন আর অভিনয়ে দেখা গেছে। সব মিলিয়ে নজর কেড়েছেন তিনি। সেই সঙ্গে টিজারে চঞ্চল চৌধুরীর উপস্থিতি অন্য মাত্রা যোগ করেছে টিজারে।  


তুফানে যেখানে নব্বই দশকের একজন গ্যাংস্টারের চরিত্রটি দেখা যাবে শাকিব খানকে। টিজারে উঠে এসেছে তার ঝলক। প্রযোজনা সংস্থাসহ সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট সকলে ১ মিনিট ২১ সেকেন্ডের টিজার শেয়ার করার পর সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় টিজারটি। নেটিজেনরা সিনেমাটি নিয়ে আলোচনা করছেন। 


তুফানের টিজার নিয়ে রায়হান রাফী বলেন, তুফান এমন একটা সিনেমা যেটা বাংলা সিনেমাকে বিশ্ব দরবারে নতুন ভাবে চেনাবে। অনেক সিনেমা ইন্ডাস্ট্রিকে পরিবর্তন করে। তুফান তেমন একটা সিনেমা হতে যাচ্ছে। বাংলা সিনেমার স্কেলটাকে অনেক হাই করবে। বলা যায় তুফান আমার লাইফের একটা ড্রিম প্রজেক্ট। সেই সঙ্গে শাকিব ভাইকে এই সিনেমায় পাওয়াটাও আশীর্বাদ।


যৌথ প্রযোজনায় নির্মিতব্য ‘তুফান’-এ শাকিব খান ও চঞ্চল ছাড়াও অভিনয় করছেন মিমি চক্রবর্তী, নাবিলা, মিশা সওদাগর প্রমুখ। যদিও টিজারে তারা ছিলেন অনুপস্থিত। আসন্ন ঈদুল আযহায় প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা।