ঢাকা | বঙ্গাব্দ

প্রবীর মিত্রের দাফন আজিমপুরে

প্রবীণ অভিনেতা ‘রঙিন নবাব’ খ্যাত প্রবীর মিত্রকে (৮৩) রাজধানীর আজিমপুর কবরস্থানে আজ সোমবার (৬ জানুয়ারি) দাফন করা হবে।
  • নিজস্ব প্রতিবেদক | ০৬ জানুয়ারি, ২০২৫
প্রবীর মিত্রের দাফন আজিমপুরে প্রবীর মিত্র।

প্রবীণ অভিনেতা ‘রঙিন নবাব’ খ্যাত প্রবীর মিত্রকে (৮৩) রাজধানীর আজিমপুর কবরস্থানে আজ সোমবার (৬ জানুয়ারি) দাফন করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতার ছেলে মিথুন মিত্র। রাজধানীর স্কয়ার হাসপাতালে রোববার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় এই বর্ষীয়ান অভিনেতার মৃত্যু হয়। 


মিথুন মিত্র বলেন, আজ সোমবার বাদ জোহর এফডিসিতে বাবার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর নেওয়া হবে চ্যানেলে আইতে, সেখানে আরেক জানাজা শেষে আজিমপুর কবরস্থানে বাবাকে দাফন করা হবে।

 

মিথুন মিত্র জানান, তার বাবার বার্ধক্যজনিত কিছু জটিলতার কারণে গত ২২ ডিসেম্বর হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে ফুসফুসে সমস্যা ধরা পড়ে। পরে তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।


বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্র ১৯৪৩ সালের ১৮ আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন। তার পূর্ণ নাম ছিল প্রবীর কুমার মিত্র। পুরান ঢাকায় বেড়ে ওঠা প্রবীর মিত্র স্কুলজীবন থেকেই নাট্যচর্চার সঙ্গে যুক্ত হন এবং ছোটবেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ নাটকে অভিনয় করেছিলেন।


প্রবীর মিত্র ১৯৬৯ সালে 'জলছবি' সিনেমায় অভিনয়ের মাধ্যমে রূপালী পর্দায় পদার্পণ করেন, যা ১৯৭১ সালে মুক্তি পায়। ক্যারিয়ারের শুরুর দিকে তিনি কয়েকটি সিনেমায় নায়ক চরিত্রে অভিনয় করেন, তবে পরবর্তীতে চরিত্রাভিনেতা হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। দীর্ঘ পাঁচ দশকের অভিনয় জীবনে তিনি প্রায় ৪০০ সিনেমায় অভিনয় করেছেন।


১৯৮২ সালে 'বড় ভালো লোক ছিল' সিনেমায় অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৮ সালে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের 'আজীবন সম্মাননা' দেওয়া হয়। তবে, একুশে পদক বা স্বাধীনতা পদক অর্জন করতে পারেননি তিনি। প্রবীর মিত্রের সর্বশেষ সিনেমা ছিল ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত 'বৃদ্ধাশ্রম'।


thebgbd.com/NIT