মেক্সিকোর গুনায়াতু রাজ্যে সোমবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ে ৮ জন অস্ত্রধারী সন্ত্রাসী নিহত হয়েছে। মেক্সিকোর সিলায়া থেকে এএফপি’র খবরে এ কথা জানানো হয়।
গুনায়াতুর নিরাপত্তা বিভাগ বলেছে, সোমবার ভোরের দিকে মাদকচক্রের উৎপাদন শিল্প এলাকা হিসেবে পরিচিত গুয়ানাজিয়াতুর ইউরিরিয়া পৌর এলাকায় এই গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে তিনজন পুলিশ সদস্যও আহত হয়েছে। কয়েকটি চুরি হওয়া গাড়ি এবং ব্যালিস্টিক ভেস্টসহ পুলিশ এক ডজন অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।
মাদক সংক্রান্ত সংঘর্ষে ২০০৬ সালের পর থেকে মেক্সিকোতে সাড়ে চার লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। ২০০৬ সালে মেক্সিকো দেশটিতে মাদক নিয়ন্ত্রনে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
সূত্র: এএফপি
এসজেড