ঢাকা | বঙ্গাব্দ

নতুন ঠিকানায় কংগ্রেস, উদ্বোধন ১৫ জানুয়ারি

নতুন সদর দপ্তরের নাম দেওয়া হয়েছে ইন্দিরা ভবন। অতীত ঐতিহ্য বজায় রেখেই অত্যাধুনিক এই ভবনটি নির্মাণ করা হয়েছে।
  • অনলাইন ডেস্ক | ০৮ জানুয়ারি, ২০২৫
নতুন ঠিকানায় কংগ্রেস, উদ্বোধন ১৫ জানুয়ারি কংগ্রেসের পুরাতন ও নতুন সদর দপ্তর।

ঠিকানা বদলে যাচ্ছে কংগ্রেসের। ২৪ আকবর রোড ছেড়ে ভারতের প্রধান বিরোধী দলের সদর দপ্তর এবার হতে চলেছে ৯/এ কোটলা রোডে। নতুন সদর দপ্তরের নাম দেওয়া হয়েছে ইন্দিরা ভবন। ১৫ জানুয়ারি দলের নতুন ভবনের উদ্বোধন করবেন কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। উপস্থিত থাকবেন মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধীসহ কংগ্রেসের প্রথম সারির প্রায় ৪০০ নেতা।


চল্লিশ বছর আকবর রোডের সদর দপ্তর থেকে কাজ চালাচ্ছে কংগ্রেস। এক সময়ে কংগ্রেসের সদর দপ্তর ছিল যন্তরমন্তর রোডে। ইন্দিরা গান্ধী কংগ্রেস ভেঙে কংগ্রেস (ই) তৈরির পর ১৯৭৮ সালের জানুয়ারিতে তার অনুগামীরা আকবর রোডের একটি বাংলোতে কাজ শুরু করেন। পরে এটিই কংগ্রেসের সদর দপ্তর হয়ে ওঠে। দলের মূল সদর দপ্তর ছাড়াও সেখানে রয়েছে কংগ্রেস সেবা দলের কার্যালয়, রাইসিনা রোডে যুব কংগ্রেসের অফিস এবং চাণক্যপুরীর একটি আবাসন।


আকবর রোড খালি করার জন্য দীর্ঘদিন ধরেই চাপ কংগ্রেসের উপর। ২০১০ সালে নতুন সদর কার্যালয় তৈরির জন্য জমি দেওয়া হয় কংগ্রেসকে। বলা হয়, আকবর রোডের সদর দপ্তরটি তিন বছরের মধ্যে স্থানান্তরিত করতে হবে। সে হিসেবে ২০১৩ সালেই আকবর রোডের বাড়িটি ছেড়ে দেওয়ার কথা। তবে তা কার্যকর হয়নি। ২০১৯ ভোটের আগেও একবার শোনা যায় কংগ্রেস নতুন ঠিকানায় সরবে। সেটাও হয়নি। অবশেষে নতুন ঠিকানায় যাচ্ছেন মল্লিকার্জুন খাড়গেরা।


দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির সদর দপ্তরের কাছেই কংগ্রেসের সদর দপ্তর তৈরি হয়েছে। তবে ঠিকানায় দীনদয়ালের ছোঁয়া বাঁচাতে কংগ্রেস দপ্তরের ঠিকানা ও মূল প্রবেশপথ হবে পাশের কোটলা রোডের দিকে। নতুন দলীয় ভবনের নাম ইন্দিরা ভবন। যার উদ্বোধন করবেন সোনিয়া গান্ধী। অতীত ঐতিহ্য বজায় রেখেই অত্যাধুনিক এই ভবনটি নির্মাণ করা হয়েছে।


সূত্র: পিটিআই


এসজেড