ঢাকা | বঙ্গাব্দ

খাগড়াছড়িতে ট্রাক খাদে পড়ে নিহত ১

  • | ১২ মে, ২০২৪
খাগড়াছড়িতে ট্রাক খাদে পড়ে নিহত ১ সংগৃহীত

খাগড়াছড়ির মানিকছড়িতে আনারসবোঝাই মিনিট্রাক খাদে পড়ে মো. শাহ জামাল চৌকিদার (৫৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আব্দুস সাত্তাস নামে আরও এক শ্রমিক আহত হয়েছেন।


উপজেলার মরাডলু পোড়াটিলা এলাকায় রোববার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। মো. জামাল চৌকিদার এলাকার মৃত্যু মো. আব্দুর রব চৌকিদারের ছেলে। তাঁর সংসারে স্ত্রী, চার ছেলে ও দুই মেয়ে রয়েছে।


বিষয়টি নিশ্চিত করেছেন মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিন।


ওসি বলেন, বাগান থেকে আনারসবোঝাই ট্রাক হাতিমুড়া বাজারে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় এক শ্রমিক মারা যান। আহত হন আরকেজন ম্রমিক।


ওসি আরও বলেন, দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে যান। নিহত ব্যক্তির সুরতহাল শেষে গুইমারা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।