মধ্যপ্রাচ্যে শান্তি বজায় রাখার ক্ষেত্রে তেহরান ‘প্রধান চ্যালেঞ্জ’ বলে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর দাবিকে ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছে ইরান। বুধবার (৮ জানুয়ারি) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক বিবৃতিতে ম্যাক্রোঁর কথার প্রতিবাদ করে তেহরান। ইরানের রাজধানী তেহরান থেকে এএফপি এ খবর জানায়।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়েল বাকেই ফ্রান্সকে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে অ-গঠনমূলক বক্তব্য পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়ে বলেছেন, ইরান নিয়ে ম্যাক্রোঁর এই বক্তব্য ভিত্তিহীন, পরস্পরবিরোধী এবং অনুমান নির্ভর।
এর আগে ৫ জানুয়ারি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা নিয়ে দেওয়া এক বক্তব্যে ফরাসী প্রেসিডেন্ট বলেন, তেহরানের কারণে এই অঞ্চলে ‘অশান্তি’ চলমান। তারা ইসরায়েলের বিরুদ্ধে অন্যদের উস্কানি দিয়ে চলেছে। যা প্রতিনিয়ত অঞ্চলটিতে কৌশলগত ও নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করছে।
সূত্র: ইরনা
এসজেড