ঢাকা | বঙ্গাব্দ

জার্মানিতে ভিড় রাস্তায় গাড়ি, আহত ২৮

শুক্রবার মিউনিখে শুরু হচ্ছে তিন দিনের ‘মিউনিখ নিরাপত্তা সম্মেলন’। সম্মেলনস্থল থেকে মাত্র ১.৬ কিলোমিটার দূরে ঘটেছে এই ‘হামলা’।
  • অনলাইন ডেস্ক | ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
জার্মানিতে ভিড় রাস্তায় গাড়ি, আহত ২৮ মিউনিখের ভিড় রাস্তায় এই গাড়িটি ঢুকে পড়ে।

জার্মানির সেন্ট্রাল মিউনিখের ভিড় রাস্তায় বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় একটি গাড়ি ঢুকে এলোপাথাড়ি চাপা দেয় পথচারীদের। এই ঘটনায় শিশুসহ আহত হয়েছেন অন্তত ২৮ জন। আহতদের কয়েক জনের অবস্থা সঙ্কটজনক। বাভারিয়া প্রদেশের রাজধানী হল এই মিউনিখ। সেই বাভারিয়ার গভর্নর মার্কুস সডার এই ঘটনাকে ‘হামলা’ বলেই উল্লেখ করেছেন। অভিযুক্ত চালককে হেফাজতে নিয়েছে পুলিশ। তারা জানিয়েছে, গাড়ির চালক ২৪ বছরের আশ্রয়প্রার্থী এক আফগান।


শুক্রবার থেকে মিউনিখে শুরু হচ্ছে তিন দিনের ‘মিউনিখ নিরাপত্তা সম্মেলন’। তাতে যোগ দেওয়ার কথা মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি-সহ রাষ্ট্রপ্রধানদের। সেই জন্য কড়া নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছে এই শহর। তার মধ্যেই সম্মেলনস্থল থেকে মাত্র ১.৬ কিলোমিটার দূরে ঘটে গেল এই ‘হামলা’।


প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় রাস্তায় একটি কর্মচারী সংগঠনের সদস্যদের প্রতিবাদ মিছিল চলছিল। এই ঘটনায় তারা কেউ হতাহত হয়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়। মিউনিখ পুলিশের মুখপাত্র ক্রিস্টিয়ান হুবের জানিয়েছেন, মিছিলের কারণে রাস্তায় টহল দিচ্ছিল পুলিশের গাড়ি। পিছন থেকে একটি গাড়ি এসে পুলিশের গাড়িকে ‘ওভারটেক’ করে সামনে চলে যায়। তারপর বেপরোয়া ভাবে মিছিলের মধ্যে ঢুকে পড়ে। গাড়ির ধাক্কায় ছিটকে পড়েন পথচারীরা। সঙ্গে সঙ্গে গাড়িটিকে লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ এবং চালককে গ্রেপ্তার করা হয়। হুবের জানিয়েছেন, অভিযুক্ত ২৪ বছরের আফগান। 


মিউনিখের মেয়র ডায়টর রেইটর ঘটনার নিন্দা করে জানিয়েছেন, তিনি ‘স্তম্ভিত’। প্রত্যক্ষদর্শীদের অবস্থাও একই রকম। কেউ ভয়ে কাঁপছেন। কেউ কেঁদে ফেলেছেন। একে একে তাদের বয়ান সংগ্রহ করছে পুলিশ। সেন্ট্রাল মিউনিখের রাস্তায় ছড়িয়েছিটিয়ে পড়ে রয়েছে জুতো, বাচ্চাদের প্যারাম্বুলেটর, ব্যাগ। ঘটনাস্থল পরীক্ষা করা হচ্ছে। এর আগেও বার্লিনে এমন ঘটনা ঘটেছে। ২০১৬ সালে বড়দিনের বাজারে ভিড়ের মধ্যে ট্রাক নিয়ে ঢুকে পড়েন তিউনিশিয়ার এক উদ্বাস্তু যুবক। ওই ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়।


সূত্র: এএফপি


এসজেড