ঢাকা | বঙ্গাব্দ

লন্ডন ক্লিনিকে ভর্তি খালেদা জিয়া

বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
  • নিজস্ব প্রতিবেদক | ০৮ জানুয়ারি, ২০২৫
লন্ডন ক্লিনিকে ভর্তি খালেদা জিয়া সংগৃহীত

যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছানোর পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সরাসরি হিথ্রো বিমানবন্দর থেকে  লন্ডন ক্লিনিকে নেওয়া হয়েছে। আজ বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৫ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুল্যান্সটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে।


এসময় তাকে স্বাগত জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, ছেলে তারেক রহমান, নাতনি জাইমা রহমান এবং পরিবারের অন্যান্য সদস্যরা।


বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।


বিমানবন্দরে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ফুল দিয়ে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান। পরে, তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে মাকে নিয়ে সরাসরি হাসপাতালে যান। একটি ভিডিওতে দেখা যায়, কালো গাড়িতে খালেদা জিয়াকে নিয়ে যাচ্ছেন তারেক রহমান।


এর আগে, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের আমিরের পাঠানো ‘বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্স’ ঢাকা ছাড়ে।



thebgbd.com/AR