ঢাকা | বঙ্গাব্দ

গুয়ানতানামো কারাগারের ১১ বন্দি ওমানে স্থানান্তর

তাদেরকে তাদের নিজ দেশে পাঠানো হয়নি। পাঠানো হয়েছে ওমানে। সেখানে তাদের পুনর্বাসন করা হবে।
  • অনলাইন ডেস্ক | ০৯ জানুয়ারি, ২০২৫
গুয়ানতানামো কারাগারের ১১ বন্দি ওমানে স্থানান্তর কুখ্যাত গুয়ানতানামো বে কারাগারা।

কিউবা উপকূলে অবস্থিত যুক্তরাষ্ট্রের কুখ্যাত গুয়ানতানামো বে কারাগার ‘বন্ধ’ হয়ে যাওয়া এখন সময়ের ব্যাপার। সোমবার (৬ জানুয়ারি) কারাগারটি থেকে ১১ জন ইয়েমেনি বন্দিকে ওমানে স্থানান্তর করা হয়েছে। ‘কারাগারটি বন্ধ করে দেওয়া হবে’, প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচনি প্রতিজ্ঞা অবশেষে পালিত হতে যাচ্ছে তার ক্ষমতা ছাড়ার সময়ে। ওয়াশিংটন থেকে এএফপি’ খবর।


২০০১ সালের ১১ সেপ্টেম্বর আল-কায়দার হামলার পর তথাকথিত ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’ শুরু করে যুক্তরাষ্ট্র। প্রথম অবস্থায় আফগান এবং ‘আল কায়েদা’ সদস্যদের আটক রাখতে তৈরি করা হয় গুয়ানতানামো বে’র কারাগার। কিন্তু এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশের বহু মানুষকে বিনা বিচারে সেখানে আটক রেখে বন্দিদের ওপর অমানসিক নির্যাতন চালানো হয়।


যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর এক বিবৃতিতে জানায়, ওমানের সহায়তায় ১১ জন ইয়েমেনি বন্দিকে গুয়ানতানামো কারাগার থেকে মুক্তি দেওয়া হলো। তবে তাদেরকে তাদের নিজ দেশে পাঠানো হয়নি। পাঠানো হয়েছে ওমানে। সেখানে তাদের পুনর্বাসন করা হবে। বাইডেনের ক্ষমতা ছাড়ার মাত্র দুই সপ্তাহ আগে এই বন্দিদের মুক্তি দিলো দেশটির প্রশাসন। তবে দেরিতে হলেও বাইডেনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। এখন কুখ্যাত কারাগারটিতে মাত্র ১৫ জন বন্দি রয়েছে। 


সূত্র: আল জাজিরা


এসজেড