জুলাই ঘোষণাপত্র নিয়ে সিদ্ধান্ত আগামী সপ্তাহের মধ্যেই জানানো হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মাহফুজ আলম বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে আলোচনা চলছে। সরকার সব পক্ষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত চূড়ান্ত করবে এবং আগামী সপ্তাহের মধ্যে তা প্রকাশ করা হবে।
তিনি আরও বলেন, কাওয়ালী বা সুফি আসরের মতো অনুষ্ঠানে হামলার ঘটনা অতীতে ঘটেছে। ভবিষ্যতে এ ধরনের হামলা হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। কোনোভাবেই অপরাধীদের ছাড় দেওয়া হবে না।
পাঁচ আগস্টের ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, ওই সময় যা যা ঘটেছে, তা নিয়ে তথ্য সংগ্রহ চলছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা মামলা করতে পারেন। ঘোষণাপত্র আনার প্রক্রিয়ায় সবার মতামত নেওয়ার কারণে কিছুটা সময় লাগছে। শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানাই।
তিনি আরও জানান, আগামী সপ্তাহ থেকে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে। গত ১৬ বছরে রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছেন যারা, তাদের প্রত্যেকের কথাই ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করার চেষ্টা থাকবে।
এই আলোচনাকে কেন্দ্র করে জনগণের প্রত্যাশা বেড়েছে এবং সব পক্ষ থেকে ইতিবাচক সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
thebgbd.com/NIT