ঢাকা | বঙ্গাব্দ

সাব্বিরের ছক্কার-সাইক্লোন,ঢাকা থামলো ১৭৭ রানে

মাঠে নামার সুযোগ পেয়ে অবশেষে নিজের দক্ষতার ঝলক দেখালেন মারকুটে এই ব্যাটার।
  • নিজস্ব প্রতিবেদক | ০৯ জানুয়ারি, ২০২৫
সাব্বিরের ছক্কার-সাইক্লোন,ঢাকা থামলো ১৭৭ রানে সংগৃহীত

এক সময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিয়মিত মুখ ছিলেন সাব্বির রহমান।তবে নিজের প্রতিভা পুরোপুরি মেলে ধরার আগেই জায়গা হারান দলে। এরপর আর দলে ফিরতে পারেননি তিনি। গত বছর বিপিএলেও কোনো দল আগ্রহ দেখায়নি তাকে নিতে। এবার ঢাকা ক্যাপিটালস নিলেও প্রথম তিন ম্যাচে একাদশে জায়গা পাননি তিনি। এরপর মাঠে নামার সুযোগ পেয়ে অবশেষে নিজের দক্ষতার ঝলক দেখালেন মারকুটে এই ব্যাটার। সিলেটে চট্টগ্রামের বিপক্ষে ম্যাচে আজ ছক্কার ঝড় তুলেছিলেন তিনি। তার ৩৩ বলে ৮২ রানের ইনিংসের সুবাদেই নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রান করেছে ঢাকা। 


এবারের আসরে প্রথম চার ম্যাচের একটিতেও জয় না পাওয়া ঢাকা আজ পঞ্চম ম্যাচে আগে ব্যাট করতে নেমে দলীয় ৩ রানেই ওপেনার জেসন রয়কে হারায়। এরপর দলীয় ৪৫ রানে স্টিফেন এস্কিনাজি ও দলীয় ৬৫ রানে আউট হন শাহাদত হোসেন। ৫ নম্বরে ব্যাত করতে নামেন সাব্বির। 





আরেক ওপেনার তানজিদ তামিমকে নিয়ে ৬৫ রানের জুটি গড়েছিলেন সাব্বির। তামিম ৪৮ বলে ৫৪ রান করে আউট হলেও ঝড় তুলেছিলেন সাব্বির। মারকুটে এই ব্যাটার আজ শুরু থেকেই খেলেছেন আগ্রাসী মেজাজে। 


সাব্বিরের ছক্কা ঝড়েই আজ চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে ঢাকা। ৬ ছয়ের সঙ্গে ১ক চারে ২২ বলে ফিফটি করেন সাব্বির। মারকুটে এই ব্যাটার শেষ পর্যন্ত ৩ চার আর ৯ ছয়ে ৩৩ বলে ৮২ রান করে অপরাজিত ছিলেন। তার ৮২ রানের ইনিংসের সুবাদেই ১৭৭ রানের সংগ্রহ পায় শাকিব খানের দল।  



thebgbd.com/AR