অন্তর্বর্তী সরকারের শিল্প ও গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খান সবাইকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সরকার তার পরিকল্পিত সংস্কারগুলো সম্পন্ন করে দায়িত্ব থেকে বিদায় নেবে। শুক্রবার (১০ জানুয়ারি) রাজধানীর উত্তরায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি উল্লেখ করেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পরিকল্পনায় দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলো এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। জুলাই অভ্যুত্থানে সব ধর্মের মানুষ অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রক্ত দিয়েছেন বলে তিনি স্মরণ করিয়ে দেন।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের লক্ষ্য, দেশের সব নাগরিক যেন নিজেকে সমাজের মূল স্রোতের অংশ মনে করেন। এই নতুন বাংলাদেশ সব ভাষা ও ধর্মের মানুষের সমান অধিকারের প্রতীক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বৌদ্ধ সম্প্রদায়ের সৎকার ব্যবস্থার অভাবের কথা উল্লেখ করেন। তিনি জানান, অন্তর্বর্তী সরকার ঢাকায় বৌদ্ধ সম্প্রদায়ের জন্য একটি সৎকার স্থান তৈরির উদ্যোগ নিয়েছে। উত্তরা সেক্টর ১৬-তে বৌদ্ধ মহাবিহারের জমিতে এটি নির্মাণ করা হবে।
উপদেষ্টারা একসঙ্গে কাজ করে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং সবার সহযোগিতা কামনা করেন।
thebgbd.com/NIT