জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, দেশের সব শ্রেণির মানুষ শেখ হাসিনার ফাঁসি চায়। শুক্রবার (১০ জানুয়ারি) ভোলার ইলিশা ফোয়ারা মোড়ে আয়োজিত এক পথসভায় তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, ফ্যাসিস্টবিরোধী লড়াইয়ে দেশের প্রতিটি প্রান্তের মানুষের কথা শুনে তাদের দাবি ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করা হবে।
সারজিস আলম বলেন, দেশের প্রত্যেক শ্রেণির মানুষ ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছে। তাদের প্রধান দাবি হলো শেখ হাসিনার বিচার ও ফাঁসি। তিনি উল্লেখ করেন, ভোলার ৪৭ জন শহীদের আত্মত্যাগে অভ্যুত্থান সফল হয়েছে।
তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে দেশের মানুষ দমন-পীড়নের শিকার হয়েছে, যেখানে জনগণের মতামতের কোনো গুরুত্ব দেওয়া হয়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সেই পরিস্থিতি পাল্টে দিয়ে দেশকে স্বৈরতন্ত্র থেকে মুক্ত করেছে।
সারজিস চাঁদাবাজি বন্ধে সক্রিয় হওয়ার আহ্বান জানান এবং উল্লেখ করেন, ভোলার মতো গ্যাস উৎপাদনকারী জেলা গ্যাস সুবিধা থেকে বঞ্চিত। এ ছাড়াও, ভোলায় মেডিক্যাল কলেজ স্থাপনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
তিনি বলেন, জাতীয় নাগরিক কমিটি যেকোনো যৌক্তিক দাবিতে ভোলার মানুষের পাশে থাকবে। পথসভায় জাতীয় নাগরিক কমিটির বিভিন্ন সদস্য এবং স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এর আগে, সারজিস আলম শহীদ জসিম উদ্দিনের পরিবারের সঙ্গে দেখা করে সহানুভূতি জানান এবং তার কবর জিয়ারত করেন।
thebgbd.com/NA