ঢাকা | বঙ্গাব্দ

রুপপুর বিদ্যুৎ কেন্দ্র আরও এক রাশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার

গ্রিন সিটির ১৪ নম্বর ভবনের নবম তলার ৯৫ নম্বর ফ্ল্যাটের ওয়াশরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
  • নিজস্ব প্রতিবেদক | ১০ জানুয়ারি, ২০২৫
রুপপুর বিদ্যুৎ কেন্দ্র আরও এক রাশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন (আরএনপিপি) রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক গ্রিন সিটি থেকে ইভান কাইটমাজোভ (৪০) নামে এক রাশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।


বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে গ্রিন সিটির ১৪ নম্বর ভবনের নবম তলার ৯৫ নম্বর ফ্ল্যাটের ওয়াশরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


রুশ নাগরিক ইভান কাইটমাজোভ রূপপুর প্রকল্পের স্ক্যাম কোম্পানিতে ইলেকট্রিক সার্কিট ইনস্টলর পদে কর্মরত ছিলেন।


ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, নিহত রুশ নাগরিকের মরদেহ ওয়াশরুমের ভেতর গলায় রশি লাগানো অবস্থায় পাওয়া যায় । পরে গ্রিন সিটির দায়িত্বরত চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।


এর আগে গত (৪ জানুয়ারি) শনিবার ভোর ৪টায় আবাসিক গ্রিন সিটির ৯ নম্বর বিল্ডিংয়ের ৪২ নম্বর ফ্ল্যাটের  চারতলা থেকে পড়ে এক রাশিয়ান নারী কর্মীর মৃত্যু হয়। নিহত রাশিয়ান নাগরিক পোশতারুক সেনিয়া রূপপুর প্রকল্পের Smu-1 কোম্পানিতে কর্মরত ছিলেন।


thebgbd.com/NIT