ঢাকা | বঙ্গাব্দ

শৈত্যপ্রবাহ নিয়ে নতুন বার্তা

দেশে শৈত্যপ্রবাহের তীব্রতা কমতে শুরু করেছে।
  • নিজস্ব প্রতিবেদক | ১১ জানুয়ারি, ২০২৫
শৈত্যপ্রবাহ নিয়ে নতুন বার্তা ফাইল ছবি

দেশে শৈত্যপ্রবাহের তীব্রতা কমতে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল রোববার থেকে তাপমাত্রা আরও বাড়তে পারে এবং শৈত্যপ্রবাহের বিস্তৃতি আরও সঙ্কুচিত হবে। তবে জানুয়ারি মাসের ১৫ তারিখ থেকে আবার তাপমাত্রা কমতে শুরু করার সম্ভাবনা রয়েছে।  


আজ শনিবার (১১ জানুয়ারি) ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। দেশের বিভিন্ন অঞ্চলে শীতের প্রকোপ কমলেও পঞ্চগড়, গোপালগঞ্জ, কুড়িগ্রাম, মৌলভীবাজার এবং যশোরে এখনও মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। এর মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ৭.৩ ডিগ্রি। এটি এই মৌসুমে এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা।


অন্যদিকে, গোপালগঞ্জ, কুড়িগ্রামের রাজারহাট ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, আর যশোরে ৯.৮ ডিগ্রি। 


আবহাওয়া অধিদপ্তরের নির্দেশিকা অনুযায়ী, যদি কোনো এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ৮.১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হয়, তবে তা মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। তাপমাত্রা ৬.১ থেকে ৮ ডিগ্রি হলে তা মাঝারি শৈত্যপ্রবাহ এবং ৪.১ থেকে ৬ ডিগ্রি হলে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচিত হয়। ৪ ডিগ্রির নিচে তাপমাত্রা হলে তা অতি তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে চিহ্নিত হয়।


thebgbd.com/NIT