ঢাকা | বঙ্গাব্দ

ইসরায়েলি হামলায় গাজায় আরও ২৮ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় নতুন করে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে।
  • নিজস্ব প্রতিবেদক | ১৩ জানুয়ারি, ২০২৫
ইসরায়েলি হামলায় গাজায় আরও ২৮ ফিলিস্তিনি নিহত সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় আরও ২৮ ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে। এ নিয়ে উপত্যকাটিতে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৪৬ হাজার ৫৫০ জনে। এছাড়া ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান এ হামলায় লক্ষাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন।


বার্তাসংস্থা আনাদোলু রোববার (১২ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটি জানায়, গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় নতুন করে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে।


এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দখলদার ইসরায়েলি বাহিনী অব্যাহত হামলায় আরও অন্তত এক লাখ ৯ হাজার ৬৬০ জন আহত হয়েছেন। আর সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৮ জন নিহত এবং ৮৯ জন আহত হয়েছেন।


স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে। উদ্ধারকারীরা এসব মানুষের কাছে পৌঁছাতে পারছেন না। ফলে আটকে পড়া মানুষের ভবিষ্যৎ খারাপ বলেই আশাঙ্কা করা হচ্ছে।


ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের ধারণা, গাজাজুড়ে ধ্বংস হওয়া বাড়ি ও স্থাপনার নিচে এখনো ১০ হাজারেরও বেশি মানুষ চাপা পড়ে রয়েছেন। এই সংখ্যক মানুষের কোনো খোঁজ মিলছে না।


এ দিকে, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল বর্বরতা অব্যাহত রেখেছে।


গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরায়েলের ভেতরে নজিরবিহীন হামলা চালায়। এরপর থেকে ইসরায়েল গাজায় বিমান ও স্থল হামলা অব্যাহত রেখেছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।


thebgbd.com/NIT