এমিরেটস স্টেডিয়ামে রোববার (১২ জানুয়ারি) এফএ কাপের তৃতীয় রাউন্ডে আর্সেনালকে টাইব্রেকারে হারিয়েছে ১০ জনের ম্যানচেস্টার ইউনাইটেড। ১২০ মিনিটের খেলায় ১-১ গোলে সমতা থাকার পর টাইব্রেকারে ৫-৩ গোলে আর্সেনালকে হারিয়ে পরের রাউন্ড নিশ্চিত করে আমোরিমের দল।
এফএ কাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথম হাফে কোনো দল গোল করতে না পারলেও দারুণ এক খেলা উপভোগ করেছে দর্শকরা। তবে আর্সেনালের চিন্তার বিষয় হচ্ছে, ৪০তম মিনিটে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন স্ট্রাইকার জেসুস।
দ্বিতীয় হাফের শুরুতেই এগিয়ে যায় ইউনাইটেড। ম্যাচের ৫২তম মিনিটে গারনাচোর পাস থেকে গোল করে ইউনাইটেডকে লিড এনে দেন ব্রুনো ফার্নান্দেস। তবে কিছুক্ষণ পরই দ্বিতীয় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইউনাইটেডের ডিফেন্ডার ডালট।
১০ জনের ইউনাইটেডকে পেয়ে চেপে ধরে আর্সেনাল। তার ফলও পেয়ে যায় দ্রুত। ৬৩তম মিনিটে বক্সে ইউনাইটেডের গোলরক্ষক ও রক্ষণের খেলোয়াড়রা বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে, পোস্টকে পেছনে রেখে দারুণ এক শটে ঠিকানা খুঁজে নেন ব্রাজিলের ডিফেন্ডার গ্যাব্রিয়েল। লিডও নিয়ে নিতে পারতো আর্সেনাল। ৭২তম মিনিটে পেনাল্টি পেয়েছিল তারা। তবে পেনাল্টি ঠেকিয়ে ইউনাইটেডকে ম্যাচে বাঁচিয়ে রাখেন গোলরক্ষক আলতায় বেয়ান্দির।
বাকি সময়ে দুই দলই বেশকিছু আক্রমণ করেও গোলের দেখা পায়নি। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত ৩০ মিনিটেও কোনো দল গোল করতে পারেনি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে নায়ক বনে যান ইউনাইটেডের গোলরক্ষক বেয়ান্দির।
আর্সেনালের দ্বিতীয় পেনাল্টিটি নিতে আসেন কাই হাভার্টজ। জার্মান স্ট্রাইকারের পেনাল্টি ঠেকিয়ে দেন তিনি। বাকি তিন পেনাল্টিতে গোল করে আর্সেনাল। তবে ইউনাইটেডের সকলেই গোল করলে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। এফএ কাপের পরের রাউন্ডে ইউনাইটেডের প্রতিপক্ষ লেস্টার সিটি।
thebgbd.com/NIT