জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) নবম ও দশম শ্রেণির 'বাংলা ব্যাকরণ ও নির্মিতি' বইয়ের পেছনের কাভারে থাকা 'আদিবাসী' গ্রাফিতি সরিয়ে নতুন একটি গ্রাফিতি যুক্ত করেছে।
এনসিটিবির ওয়েবসাইটে এখন বইটির অনলাইন সংস্করণে পূর্বের গ্রাফিতির স্থলে 'বল বীর, চির উন্নত মম শির' লেখা একটি নতুন গ্রাফিতি প্রদর্শিত হচ্ছে।
এ পরিবর্তনের পেছনে ভূমিকা রেখেছে 'স্টুডেন্টস ফর সভরেনিটি' নামে একটি সংগঠন। সংগঠনের সদস্যরা যুক্তি দেন যে, বাংলাদেশের সংবিধানে 'আদিবাসী' শব্দটি উল্লেখ নেই। বরং সেখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি শব্দ ব্যবহৃত হয়েছে। তাই, তাদের মতে, পাঠ্যপুস্তকে 'আদিবাসী' শব্দের ব্যবহার অসাংবিধানিক।
গতকাল রাতে সংগঠনটি রাজধানীর মতিঝিলে এনসিটিবি কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে। তাদের দাবির প্রেক্ষিতে এনসিটিবি দ্রুত পদক্ষেপ নিয়ে বইয়ের অনলাইন সংস্করণে পরিবর্তন আনে।
এই ঘটনায় সামাজিক ও শিক্ষাগত মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। 'আদিবাসী' শব্দটি ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক থাকলেও এনসিটিবির এমন দ্রুত সিদ্ধান্ত গ্রহণ অনেকের মধ্যে আলোচনা সৃষ্টি করেছে।
thebgbd.com/AR