ঢাকা | বঙ্গাব্দ

৪০তম এসআই ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪০তম এসআই ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
  • নিজস্ব প্রতিবেদক | ১৫ জানুয়ারি, ২০২৫
৪০তম এসআই ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত ছবি : সংগৃহীত।

বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪০তম এসআই ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ৯টায় পুলিশ অ্যাকাডেমির প্যারেড গাউন্ডে ৪০তম সাব-ইন্সপেক্টর ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শুরু হয়।


এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি আইজিপি বাহারুল আলম নবীন সাব-ইন্সপেক্টরদের অভিবাদন গ্রহণ করেন।


পরে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, অন্তবর্তীকালীন সরকার পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে একটি নিরপেক্ষ সংস্থায় উন্নয়ন করতে কাজ করে যাচ্ছে, পুলিশ সংস্কার কমিশনের এই মহতি উদ্যোগের সাথে সবাই একাত্ম্য। আপরাধ দমন ও জনগনের জীবন, নিরাপত্তা ও সমাজের শান্তি শৃঙ্খলা নিশ্চিত করা পুলিশের প্রধানকাজ। পরিবর্তিত পরিস্থিতিতে নতুনদের সৃজনশীলএ প্রতিভার প্রতি আস্থা রাখতে চায়। 


২০২৩ সালে ব্যাচটি বুনিয়াদি প্রশিক্ষণের জন্য অ্যাকাডেমিতে যোগ দেয় মোট ৮২১ জন এসআই। পরে গুরুতর আপরাধের কারণে ২২ জনের চাকরি যায়। মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগে ৫ আগস্টের পর চারধাপে বাদ পড়েন ৩২১ জন এসআই।


ব্যাচটির অবশিষ্ট ৪৮০ জন সাব-ইন্সপেক্টর ৮ টি কন্টিনজেন্টে ভাগ হয়ে কুচকাওয়াজে অংশনেয়। এতে বেস্ট একাডেমিক হন ক্যাডেট বদিউজ্জামান, ইনফিল্ডে বেস্ট হন নজরুল ইসলাম ও সর্ববিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন ক্যডেট আরিফুল ইসলাম।


সকলের হাতে শ্রেষ্ঠত্বের পুরস্কার তুলে দেন আইজিপি।


thebgbd.com/NA